West Indies Cricket

India vs West Indies 2022: লক্ষ্য পরের বছরের বিশ্বকাপ, এক দিনের সিরিজের দল ঘোষণা পোলার্ডদের

ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হল কেমার রোচ, এনক্রুমাহ বনার এবং ব্রেন্ডন কিংকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৩:২০
Share:

দল ঘোষণা পোলার্ডদের ছবি টুইটার

ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হল কেমার রোচ, এনক্রুমাহ বনার এবং ব্রেন্ডন কিংকে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এক দিনের সিরিজ। প্রতিটি ম্যাচই হবে আমদাবাদে।

Advertisement

টেস্ট দলের নিয়মিত সদস্য রোচ। কিন্তু এক দিনের ফরম্যাটে সাম্প্রতিক কালে খেলতে দেখা যায়নি তাঁকে। ২০১৯-এ ভারতের বিরুদ্ধেই শেষ বার পোর্ট অব স্পেনে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেনেস এক বিবৃতিতে বলেছেন, ‘রোচ আমাদের অন্যতম সেরা জোরে বোলার। দ্রুত ভারতের উইকেট তুলতে ওর মতো বোলারই আমাদের দরকার। তা ছাড়া আমরা চাই, দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রাখতে। এমন জায়গায় যেতে চাই যেখানে একটা জায়গার জন্য অনেকে লড়াইয়ে থাকবে।”

তাঁর সংযোজন, ‘আমরা চাই হাতে অনেক বেশি ক্রিকেটার থাকুক যাদের মধ্যে থেকে সঠিক ক্রিকেটারদের আমরা বেছে নিতে পারব। যে দল নির্বাচন করেছি তা খুবই শক্তিশালী। ভারতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছি।’ এক দিনের সিরিজের দল ঘোষণা করলেও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষিত হয়নি। জানা গিয়েছে, তা হবে শুক্রবার।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের দল: পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান, বনার, ব্রাভো, ব্রুকস, হোল্ডার, হোপ, আকিল, জোসেফ, কিং, পুরান, রোচ, রোমারিয়ো, ওডিয়ান এবং ওয়ালশ জুনিয়র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন