বিধ্বংসী: শতরানের উৎসব হরমনপ্রীতের। মঙ্গলবার। ছবি: রয়টার্স।
অধিনায়ক হরমনপ্রীত কউরের ৮৪ বলে ১০২ রান ও ক্রান্তি গৌড়ের ছয় উইকেটের সাহায্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩ রানে ম্যাচ ও ২-১ ফলে সিরিজ় জিতল ভারত।
মঙ্গলবার ডারহ্যামে তৃতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৮-৫ তুলেছিল মেয়েরা। জবাবে ৩০৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। এক দিনের ক্রিকেটে নিজের সাত নম্বর শতরান করলেন হরমনপ্রীত। তাঁর এই ইনিংসের সাহায্যে ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। এই তালিকার শীর্ষে আছে ২০২২ সালে করা ৩৩৩-৫।
একটা সময় তো মনে হচ্ছিল এই রানও টপকে যাবেন হরমনপ্রীতরা। এমনই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। বিশেষ করে অফসাইডে। তাঁর ১৪টি বাউন্ডারির অধিকাংশই আসে এই দিক থেকে। পাশাপাশি তৃতীয় উইকেটে হরলীন দেওলের (৬৫ বলে ৪৫) সঙ্গে ৮১ রানের জুটিও গড়েন ভারতের অধিনায়ক। শুধু তাই নয়, জেমাইমা রদ্রিগেজের (৪৫ বলে ৫০) সঙ্গে তাঁর জুটিতে মাত্র ৭৭ বলে ১১০ রান ওঠে। এর পরে বাংলার রিচা ঘোষ ১৮ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে। এ ছাড়া স্মৃতি মন্ধানা করেন ৪৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন ক্রান্তি। ২১ বছর বয়সি ক্রান্তি চার নম্বর ওয়ান ডে খেলতে নেমেই নজর কেড়ে নেন। তবে তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান অধিনায়ক ন্যাট শিভার ব্রান্ট (৯৮) ও এমা ল্যাম্ব (৬৮)। তাতেও শেষরক্ষা হয়নি। আরও চারটি উইকেট নিয়ে ক্রান্তি ইংল্যান্ডের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন (৫২ রানে ৬ উইকেট)। পাশাপাশি দুই উইকেট নেন শ্রী চরণী।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে