অভিষেক শর্মা। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাপট দেখাচ্ছেন ভারতের ব্যাটারেরা। এশিয়া কাপের মাঝে ভাল খবর ভারতের তিন ক্রিকেটারের জন্য। পাকিস্তানকে হারানোর পর সুখবর পেলেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। আইসিসি ক্রমতালিকায় প্রথম ছ’য়ে ভারতের তিন ব্যাটার।
আইসিসি-র টি২০ ক্রমতালিকায় শীর্ষেই ছিলেন অভিষেক। সেখানেই রয়েছেন তিনি। তাঁর পয়েন্ট আরও বেড়েছে। এখন ৯০৭ রেটিং পয়েন্ট ভারতীয় ওপেনারের। পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। চলতি এশিয়া কাপে সর্বাধিক রান তাঁর। চার ম্যাচে ৪৩.২৫ গড় ও ২০৮.৪৩ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেছেন তিনি। ফলে আইসিসি ক্রমতালিকায় আরও ভাল জায়গায় উঠেছেন অভিষেক।
ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে উঠেছেন তিলক। চলতি এশিয়া কাপে তিনিও ছন্দে রয়েছেন। প্রতি ম্যাচে রান করছেন। পাকিস্তানের বিরুদ্ধেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ভাল খেলায় চার থেকে তিন নম্বরে উঠেছেন তিলক। তাঁর রেটিং পয়েন্ট ৭৯১। নীচে নেমেছেন ইংল্যান্ডের জস বাটলার।
পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে ফিরলেও ক্রমতালিকায় উন্নতি হয়েছে সূর্যকুমারের। সাত থেকে ছ’নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৭২৯। প্রথম দশে ভারতের এই তিন ব্যাটার রয়েছেন।
এশিয়া কাপে ভাল ছন্দে রয়েছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলিই জিতেছে তারা। পাকিস্তানকে দু’বার হারিয়েছেন সূর্যেরা। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচ জিতলেই এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে তারা। সেই ম্যাচের আগে ভাল খবর পেলেন ভারতের তিন ব্যাটার।