Abhishek Sharma

অভিষেক শীর্ষেই! বড় লাফ তিন পাক ক্রিকেটারের, তবু ভারতীয় ব্যাটারের থেকে বহু পিছনে বাবরেরা

আইসিসি-র টি২০ ক্রমতালিকায় দাপট দেখাচ্ছেন অভিষেক শর্মা। এক নম্বরেই রয়েছেন তিনি। তবে নতুন ক্রমতালিকায় পাকিস্তানের তিন ব্যাটার উপরে উঠেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:০৭
Share:

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

অভিষেক শর্মাকে নিজের জায়গা থেকে সরাতে পারছেন না কেউ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও রান পাচ্ছেন তিনি। ফলে আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় দাপট দেখাচ্ছেন তিনি। এক নম্বরেই রয়েছেন অভিষেক। নতুন ক্রমতালিকায় পাকিস্তানের তিন ব্যাটার উপরে উঠেছেন।

Advertisement

নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অভিষেকের পয়েন্ট ৯২৫। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্ট (৮৪৯) তাঁর থেকে অনেকটা পিছিয়ে। তিন নম্বরে রয়েছেন ভারতের ব্যাটার তিলক বর্মা। প্রথম দশে ভারতের আরও এক ব্যাটার রয়েছেন। দীর্ঘ দিন রান না পেলেও আট নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়েছে পাকিস্তান। তার ফলে পাকিস্তানের তিন ক্রিকেটার উপরে উঠেছেন। বাবর আজ়ম ন’ধাপ উঠে ৩০ নম্বরে রয়েছেন। সাইম আয়ুব উঠেছেন ১০ ধাপ। তিনি রয়েছেন ৩৯তম স্থানে। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘা উঠে এসেছেন ৫৪ নম্বরে। ক্রমতালিকায় উঠলেও অভিষেকের থেকে অনেক পিছনে রয়েছেন তাঁরা।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধ এখনও দু’টি টি-টোয়েন্টি বাকি ভারতের। সেখানে রান করতে পারলে অভিষেক, তিলক ও সূর্যের পয়েন্ট বাড়বে। অভিষেক শীর্ষে নিজের জায়গা আরও পাকা করতে পারবেন। ক্রমতালিকায় ওঠার সুযোগ রয়েছে তিলক ও সূর্যের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement