India Vs Australia Series 2025

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারাল ভারত, গোল্ড কোস্টে কোন পথে জিতলেন সূর্যকুমারেরা

টি-টোয়েন্টি সিরিজ় আর হারবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবেরা। হোবার্টের পর গোল্ড কোস্টেও জিতল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৩:১৮
Share:

অস্ট্রেলিয়ার উইকেট পড়ার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:২৫ key status

ভারতের জয়

১৮.২ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ৪৮ রানে জিতল ভারত। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:২২ key status

উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ

স্পেলের শেষ বলে উইকেট পেলেন বুমরাহ। আন্তর্জাতিক টি২০-তে ৯৯ উইকেট হল তাঁর। 

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:১৭ key status

পর পর দু’বলে উইকেট সুন্দরের

পরের বলেই জ়েভিয়ার বার্টলেটকে আউট করলেন সুন্দর। ১১৬ রানে ৮ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:১৬ key status

আউট মার্কাস স্টোইনিস

অস্ট্রেলিয়ার শেষ ভরসা স্টোইনিসকে ১৭ রানে ফেরালেন সুন্দর। ১১৬ রানে পড়ল ৭ উইকেট। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:০৫ key status

প্রত্যাবর্তনে রান পেলেন না গ্লেন ম্যাক্সওয়েল

সেই বরুণের বলেই ২ রানে বোল্ড হলেন ম্যাক্সওয়েল। ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৫৬ key status

আউট জশ ফিলিপ

অর্শদীপ সিংহের বলে আউট ফিলিপ (১০)। অস্ট্রেলিয়া ৯৮ রানে পঞ্চম উইকেট হারাল। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৯ key status

ছক্কা মেরে আউট টিম ডেভিড

ভয়ঙ্কর দেখাচ্ছিল টিম ডেভিডকে। শিবমের একটি বলে গ্যালারির তিন তলায় ছক্কা মারেন তিনি। যদিও পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হন ডেভিড। ১৪ রান করে আউট ডেভিড। ৯১ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৩৮ key status

মার্শকে ফেরালেন শিবম

অবশেষে আউট মার্শ। শিবম দুবের হলে বড় শট মারতে গিয়ে ৩০ রানের মাথায় আউট হলেন তিনি। ৭০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৩৩ key status

অক্ষরের জোড়া ধাক্কা

১২ রানের মাথায় অক্ষরের পটেলের বলে ক্রিজ় থেকে বেরিয়ে বড় শট মারতে গিয়েছিলেন জশ ইংলিশ। বল ব্যাটে লাগেনি। বোল্ড হয়ে ফেরেন ইংলিশ। ৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।  

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:২৯ key status

বরুণের বলে ক্যাচ ফস্কালেন অভিষেক শর্মা

বরুণের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মিচেল মার্শ। অনেকটা ছুটে বলের কাছে পৌঁছে ঝাঁপিয়ে তা ধরেন অভিষেক। কিন্তু মাটিতে পড়ার অভিষেকের হাত থেকে বল বেরিয়ে যায়। জীবন পেলেন মার্শ। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:১৬ key status

অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিলেন অক্ষর

অক্ষরের বলে সুইপ মারতে গিয়ে আউট ম্য়াথু শর্ট। ২৫ রান করে আউট তিনি। ৩৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:০৬ key status

চালিয়ে খেলছে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথমে কয়েকটি বল ধরে খেলার পর হাত খুলতে শুরু করেছেন শর্ট এবং মার্শ।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৪ key status

অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১৬৮ রান

শেষবেলার দ্রুত রান তুললেন অক্ষর পটেল। তাঁর ব্যাটেই ১৬৭ রান তুলল ভারত। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকলেন অক্ষর। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:২৫ key status

আউট ওয়াশিংটন সুন্দর

চেষ্টা করছিলেন রান তোলার গতি বাড়ানোর। কিন্তু পারলেন না। ১২ রান করে এলিসের বলে আউট হলেন তিনি। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:১৫ key status

কমে গিয়েছে রান তোলার গতি

পর পর চার উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি কমে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ১৬০-১৬৫ রান করা কঠিন। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:১৪ key status

আউট জিতেশ শর্মা

একই ওভারে জোড়া ধাক্কা দিলেন জ়াম্পা। তিলকের পর আউট করলেন জিতেশকে। ৩ রান করে আউট জিতেশ। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:১১ key status

ভারতের অর্ধেক দল সাজঘরে

আউট হয়ে গেলেন তিলক বর্মাও। জ়াম্পার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৫ রান করে আউট হয়েছেন তিনি। ১৩১ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:০৫ key status

আউট সূর্যকুমার

ভাল দেখাচ্ছিল সূর্যকে। কিন্তু বড় রান করতে পারলেন না। ২০ রান করে বার্টলেটের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ১২৫ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৯ key status

অর্ধশতরান হাতছাড়া শুভমনের

৪৬ রানে নেথান এলিসের বলে বোল্ড হলেন শুভমন। অর্ধশতরান হাতছাড়া হল তাঁর। এই ম্য়াচে শুরু থেকেই আড়াআড়ি শট মারছিলেন শুভমন। সেই ভাবে খেলতে গিয়েই বলের লাইন মিস্‌ করে আউট হলেন শুভমন। ১২১ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।  

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ key status

১০০ পার ভারতের

১৩তম ওভারে ১০০ পার হয়েছে ভারতের। জ়াম্পার বলে পর পর দু’টি ছক্কা মেরে দলের রান ১০০ পার করিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement