অস্ট্রেলিয়ার উইকেট পড়ার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।
১৮.২ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ৪৮ রানে জিতল ভারত।
স্পেলের শেষ বলে উইকেট পেলেন বুমরাহ। আন্তর্জাতিক টি২০-তে ৯৯ উইকেট হল তাঁর।
পরের বলেই জ়েভিয়ার বার্টলেটকে আউট করলেন সুন্দর। ১১৬ রানে ৮ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার শেষ ভরসা স্টোইনিসকে ১৭ রানে ফেরালেন সুন্দর। ১১৬ রানে পড়ল ৭ উইকেট।
সেই বরুণের বলেই ২ রানে বোল্ড হলেন ম্যাক্সওয়েল। ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
অর্শদীপ সিংহের বলে আউট ফিলিপ (১০)। অস্ট্রেলিয়া ৯৮ রানে পঞ্চম উইকেট হারাল।
ভয়ঙ্কর দেখাচ্ছিল টিম ডেভিডকে। শিবমের একটি বলে গ্যালারির তিন তলায় ছক্কা মারেন তিনি। যদিও পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হন ডেভিড। ১৪ রান করে আউট ডেভিড। ৯১ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
অবশেষে আউট মার্শ। শিবম দুবের হলে বড় শট মারতে গিয়ে ৩০ রানের মাথায় আউট হলেন তিনি। ৭০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
১২ রানের মাথায় অক্ষরের পটেলের বলে ক্রিজ় থেকে বেরিয়ে বড় শট মারতে গিয়েছিলেন জশ ইংলিশ। বল ব্যাটে লাগেনি। বোল্ড হয়ে ফেরেন ইংলিশ। ৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
বরুণের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মিচেল মার্শ। অনেকটা ছুটে বলের কাছে পৌঁছে ঝাঁপিয়ে তা ধরেন অভিষেক। কিন্তু মাটিতে পড়ার অভিষেকের হাত থেকে বল বেরিয়ে যায়। জীবন পেলেন মার্শ।
অক্ষরের বলে সুইপ মারতে গিয়ে আউট ম্য়াথু শর্ট। ২৫ রান করে আউট তিনি। ৩৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ভারতের বিরুদ্ধে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথমে কয়েকটি বল ধরে খেলার পর হাত খুলতে শুরু করেছেন শর্ট এবং মার্শ।
শেষবেলার দ্রুত রান তুললেন অক্ষর পটেল। তাঁর ব্যাটেই ১৬৭ রান তুলল ভারত। ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকলেন অক্ষর।
চেষ্টা করছিলেন রান তোলার গতি বাড়ানোর। কিন্তু পারলেন না। ১২ রান করে এলিসের বলে আউট হলেন তিনি।
পর পর চার উইকেট হারানোয় ভারতের রান তোলার গতি কমে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ১৬০-১৬৫ রান করা কঠিন।
একই ওভারে জোড়া ধাক্কা দিলেন জ়াম্পা। তিলকের পর আউট করলেন জিতেশকে। ৩ রান করে আউট জিতেশ। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
আউট হয়ে গেলেন তিলক বর্মাও। জ়াম্পার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৫ রান করে আউট হয়েছেন তিনি। ১৩১ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল।
ভাল দেখাচ্ছিল সূর্যকে। কিন্তু বড় রান করতে পারলেন না। ২০ রান করে বার্টলেটের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। ১২৫ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল।
৪৬ রানে নেথান এলিসের বলে বোল্ড হলেন শুভমন। অর্ধশতরান হাতছাড়া হল তাঁর। এই ম্য়াচে শুরু থেকেই আড়াআড়ি শট মারছিলেন শুভমন। সেই ভাবে খেলতে গিয়েই বলের লাইন মিস্ করে আউট হলেন শুভমন। ১২১ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।