শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
নির্দেশ না মানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আয়ার। এত দিন পর আবার সেই চুক্তিতে ফিরতে পারেন ভারতীয় ব্যাটার। বোর্ডের একটি নিয়মেই ফেরার সম্ভাবনা শ্রেয়সের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মানেননি শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেননি তিনি। তার বদলে তাঁর তৎকালীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্-মরসুম শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স। সেই কারণে ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ভারতীয় ব্যাটার। এখনও চুক্তির বাইরেই রয়েছেন তিনি।
বোর্ডের নির্দেশ, চুক্তির বাইরে থাকা কোনও ক্রিকেটার আবার চুক্তিতে ফিরতে পারেন। তার জন্য তাঁকে দেশের হয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত তিনটি টেস্ট বা আটটি এক দিনের ম্যাচ অথবা ১০টি টি-টোয়েন্টি খেলতে হবে। বোর্ডের নির্দেশ দেওয়া সময়সীমা অবশ্য পেরিয়ে গিয়েছে।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর ভারতের হয়ে ন’টি এক দিনের ম্যাচ খেলেছেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। ভারত ফাইনালে উঠতে পারলে আরও দু’টি ম্যাচ খেলতে পারবেন তিনি। আর না উঠলেও অন্তত একটি ম্যাচ তিনি খেলবেনই।
গত এক বছরে বেশি এক দিনের ম্যাচ খেলেনি ভারত। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে দু’টি সিরিজ়ই হয়েছে। ফলে সেই বিষয়টি মাথায় রাখতে পারে বোর্ড। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারেন শ্রেয়স।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ভাল ফর্মে রয়েছেন শ্রেয়স। প্রতিটি ম্যাচেই রান করেছেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ৭৯ রান করেছেন শ্রেয়স। তাঁর ব্যাটেই ২৪৯ রান করেছে ভারত। ভাল খেলার পুরস্কার পেতে পারেন শ্রেয়স। আবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে পারেন তিনি।