The Hundred

ইংল্যান্ডের ক্রিকেট লিগে আইপিএলের তিন মালিক, খরচ তিন হাজার কোটির বেশি

মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস ইংল্যান্ডের ক্রিকেট লিগে খরচ করেছেন। এর মধ্যে মুম্বই এবং লখনউয়ের মালিকেরা আংশিক দল কিনেছে। হায়দ্রাবাদের মালিক দ্য হান্ড্রেডে একটি দলের সম্পূর্ণ মালিকানা নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
Share:

মুম্বই ইন্ডিয়ান্সের মালিক অম্বানীরা খরচ করেছেন ইংল্যান্ডের ক্রিকেট লিগেও। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডে বিনিয়োগ করছেন ভারতের শিল্পপতিরা। আইপিএলের তিনটি দলের মালিকেরা ইংল্যান্ডের ক্রিকেট লিগে তিনটি দল কিনেছেন। ৩ হাজার কোটি টাকার বেশি খরচ করেছেন তাঁরা।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস ইংল্যান্ডের ক্রিকেট লিগে খরচ করেছেন। এর মধ্যে মুম্বই এবং লখনউয়ের মালিকেরা আংশিক দল কিনেছে। হায়দ্রাবাদের মালিক দ্য হান্ড্রেডে একটি দলের সম্পূর্ণ মালিকানা নিয়েছে। আইপিএলের দলগুলি কত টাকা খরচ করেছে?

মুম্বই ইন্ডিয়ান্স

Advertisement

ওভাল ইনভিন্সিবল দলের ৪৯ শতাংশ মালিকানা কিনেছে মুম্বইয়ের মালিক অম্বানীরা। প্রায় ৬৫৩ কোটি টাকা খরচ হয়েছে তাঁদের। আইপিএলের জন্ম থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের মালিক অম্বানীরা। তাঁরা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং মেজর লিগ ক্রিকেটেও দল কিনেছে। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বার আইপিএল জিতেছে। উইমেন্স প্রিমিয়ার লিগেও দল রয়েছে অম্বানীদের। প্রথম মেয়েদের আইপিএল জিতেছিল তাঁরাই।

সানরাইজার্স হায়দরাবাদ

নর্দার্ন সুপারচার্জার্স দলটি কিনে নিয়েছে হায়দরাবাদের মালিক কালান্তি মারান। তাঁরা ১০৮৯ কোটি টাকা খরচ করেছে। মারানদেরও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে দল আছে। ২০১৩ সালে আইপিএল জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকা লিগেও তাদের দল ট্রফি জিতেছিল। এ বার নজর দ্য হান্ড্রেডে।

লখনউ সুপার জায়ান্টস

দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ কিনে নিয়েছেন সঞ্জীব গোয়েন্‌কা। আইপিএলে লখনউ দলের মালিক তিনি। ম্যাঞ্চেস্টারের ক্রিকেট দলটি কিনতে ১২৬০ কোটি টাকা খরচ করেছেন গোয়েন্‌কা। লন্ডন স্পিরিট দলটি কেনার চেষ্টা করেছিলেন তিনি। ব্যর্থ হয়ে ম্যাঞ্চেস্টার কেনেন। ২০২২ সালে আইপিএলের দল কিনেছিলেন গোয়েন্‌কা। এ বারের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন তাঁরা। আইপিএলের ইতিহাসে এত টাকা কোনও ক্রিকেটার পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement