Pat Cummins

দ্বিতীয় বার বাবা হলেন কামিন্স, কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী বেকি

কন্যাসন্তানের ছবি পোস্ট করে বেকি লেখেন, “সে এসে গিয়েছে। আমাদের সুন্দরী মেয়ে এডি, এডিথ মারিয়া বস্টন কামিন্স। শব্দ দিয়ে এই আনন্দের ভাষা প্রকাশ করা সম্ভব নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ফের বাবা হলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের স্ত্রী বেকি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন তিনি। তাঁরা মেয়ের নাম রেখেছেন এডিথ। সন্তানের ছবিও পোস্ট করেছেন বেকি।

Advertisement

কন্যাসন্তানের ছবি পোস্ট করে বেকি লেখেন, “সে এসে গিয়েছে। আমাদের সুন্দরী মেয়ে এডি, এডিথ মারিয়া বস্টন কামিন্স। শব্দ দিয়ে এই আনন্দের ভাষা প্রকাশ করা সম্ভব নয়।”

২০২১ সালে প্রথম বার বাবা হয়েছিলেন কামিন্স। সেই সময় পুত্রসন্তান এলবির জন্ম দিয়েছিলেন বেকি। স্ত্রীর পাশে থাকার জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন কামিন্স। গত অক্টোবরে তিনি বলেছিলেন, “পুত্রসন্তানের জন্মের সময় আমি অনেক দিন ছিলাম না। এ বারে আমি বেকির পাশে থাকতে চাই। একসঙ্গে ঠিক করব কী ভাবে সময় কাটাব।”

Advertisement

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না কামিন্স। তাঁর চোট রয়েছে বলে জানা গিয়েছে। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। প্রথমে যদিও জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন তিনি। পরে যদিও জানা যায় তাঁর চোট রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে প্রাথমিক দল অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল, তাতে নাম ছিল কামিন্সের। নাম ছিল জস হেজ়লউড, মিচেল মার্শ এবং মার্কাস স্টোইনিসেরও। কিন্তু হেজ়লউড এবং মার্শের চোট রয়েছে। তাঁরাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। স্টোইনিস এক দিনের ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছেন। ফলে অস্ট্রেলিয়াকে বেশ কয়েক জন ক্রিকেটারের পরিবর্ত ঘোষণা করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement