Rohit Sharma on India Victory

না জেতা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলেন না রোহিত, পিচ নিয়ে ভাবেন না, ফাইনালে উঠে বললেন শর্মা

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। যত ক্ষণ না দল জিতছে তত ক্ষণ নিশ্চিন্ত হতে পারছিলেন না রোহিত শর্মা। এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২২:৩০
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যদের ব্যাটে সহজে ম্যাচ জিতলেও না জেতা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলেন না রোহিত শর্মা। এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিয়েছেন তিনি।

Advertisement

১১ বল বাকি থাকতে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে রোহিত বলেন, “না জেতা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলাম না। ওদের ইনিংস শেষ হওয়ার পর মনে হচ্ছিল, জিততে গেলে আমাদের ভাল ব্যাট করতে হবে। আমরা সেটাই করেছি। সকলে ঠান্ডা মাথায় খেলেছে। জেতা ছাড়া আমাদের মাথায় কিছুই ছিল না।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুবাইয়ের মাঠেই ২৫০ রান তাড়া করতে গিয়ে ৪৪ রানে হেরেছিল নিউ জ়িল্যান্ড। এই ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল ২৬৫ রান। এই পিচে কি সেটা খুব কঠিন ছিল? রোহিতের জবাব, “আমার মনে হয়েছে নিউ জ়িল্যান্ড ম্যাচের তুলনায় এই ম্যাচে পিচ ভাল ছিল। আমরা শুধু ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি। পিচ নিয়ে ভাবি না। যে পিচেই খেলি, জেতার চেষ্টা করি। এই ম্যাচেও সেটাই করেছি।”

Advertisement

এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয় বোলার খেলাচ্ছে ভারত। তাতে অধিনায়ক হিসাবে তাঁর কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন রোহিত। তিনি বলেন, “আমরা এটাই চেয়েছিলাম। ছয় বোলারের পাশাপাশি আট ব্যাটার খেলাতে চেয়েছিলাম। সেটা মাথায় রেখেই দল নির্বাচন করেছি। ছ’জন বোলার থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। প্রত্যেকে ভাল বল করেছে। নতুন বলে শামি, মাঝের ওভারে স্পিনারেরা উইকেট নিয়েছে। সকলে মিলে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৮৪ রান করেছেন তিনি। আরও একটি শতরান করতে পারতেন কোহলি। কিন্তু বাজে শট খেলে আউট হয়েছেন। ম্যাচের সেরা কোহলির উপর বিশ্বাস ছিল রোহিতের। তিনি বলেন, “কোহলি অনেক বছর ধরে এই কাজটা করছে। তাই আমাদের উপর চাপ ছিল না। ওর আর শ্রেয়সের জুটি আমাদের জেতাতে বড় ভূমিকা নিয়েছে। শেষ দিকে হার্দিক বড় শট মেরে বাকি কাজটা করেছে। রাহুলও খুব ভাল খেলেছে।”

টানা তিন বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলছে ভারত। রোহিত জানেন, আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠতে হলে গোটা দলকে ভাল খেলতে হয়। সেটাই এ বার হচ্ছে। ফাইনালেও এই ছবি দেখতে চান রোহিত। আপাতত বুধবার বিশ্রাম নিয়ে তার পর ফাইনালের প্রস্তুতি শুরু করতে চান ভারত অধিনায়ক। আরও একটি আইসিসি ট্রফি জিততে মরিয়া তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement