Shubman Gill Controversy

শাস্তির ভয়ে ভুল শুধরে নিলেন শুভমন, দ্বিতীয় দিন সাদা মোজা পরেই নামলেন ভারত অধিনায়ক

প্রথম দিন কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন শুভমন গিল। বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় দিন ভুল শুধরে নিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৫৩
Share:

হেডিংলেতে দ্বিতীয় দিন সাদা রঙের মোজা পরে খেলতে নেমেছেন শুভমন গিল। ছবি: রয়টার্স।

প্রথম দিন যে ভুল তিনি করেছিলেন, দ্বিতীয় দিন তা শুধরে নিলেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম দিন কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন শুভমন, যা টেস্টের নিয়মবিরুদ্ধ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শাস্তির আশঙ্কা ছিল। দ্বিতীয় দিন ভুল শুধরে নিয়েছেন তিনি। এ বার কি শাস্তি এড়াতে পারবেন শুভমন?

Advertisement

শুক্রবার দেখা যায়, শুভমনের পায়ে কালো রঙের মোজা। তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আইসিসির ১৯.৪৫ নম্বর নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে যে কোনও রঙের মোজা ব্যবহার করতে পারেন না ক্রিকেটারেরা। সাদা পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় সাদা, হালকা ধূসর অথবা ক্রিম রঙের মোজা। এ ছাড়া অন্য কোনও রঙের মোজা ব্যবহারের নিয়ম নেই। শুধু টেস্ট ক্রিকেটেই নয়, এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও নির্দিষ্ট রঙের মোজা ব্যবহার করতে হয় ক্রিকেটারদের। টেস্টের মতোই সাদা, হালকা ধূসর বা ক্রিম ছাড়া জার্সির ট্রাউজার্সের রঙের মোজা ব্যবহার করা যায়। অথচ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন শুভমন খেলেছেন কালো রঙের মোজা পরে। আইসিসির পোশাক-বিধি না মানায় শাস্তির আশঙ্কা ছিল শুভমনের।

এই অপরাধে দোযী প্রমাণিত হলে শুভমনের ম্যাচ ফি-র ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারত। দ্বিতীয় দিন আর বিতর্ক বাড়াতে চাননি শুভমন। তাই সাদা রঙের মোজা পরে নামেন তিনি।

Advertisement

এর পরেও কি শাস্তি পাবেন শুভমন? শাস্তি এড়ানোর সুযোগ রয়েছে। শুভমন যদি ম্যাচ রেফারিকে বোঝাতে পারেন, এই ভুল অনিচ্ছাকৃত এবং অজ্ঞতার ফল, তা হলে শাস্তি এড়াতে পারবেন। দ্বিতীয় দিন সাদা মোজা পরে নেমে হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন ভারত অধিনায়ক। এখন দেখার এর পরেও ম্যাচ রেফারি তাঁকে জরিমানা করেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement