গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
ভারতের বিরুদ্ধে বিন্দুমাত্র লড়তে পারেনি পাকিস্তান। তাদের দুরমুশ করে জিতেছেন সূর্যকুমার যাদবেরা। দু’দলের ক্রিকেটারদের মানের কতটা তফাত তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। এই মুহূর্তে পাকিস্তানের তুলনায় কতটা এগিয়ে ভারত? ম্যাচ শেষে সেই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
গম্ভীর কোনও তুলনায় যেতে চাননি। তিনি শুধু নিজের দলের কথাই ভাবছেন। সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আপনি আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করতে পারেন না। এই দলটাও পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এখনও যাচ্ছে। সেই ছবিটা বাইরে থেকে অনেকেই বুঝতে পারে না। দলের উপর আমার ভরসা রয়েছে। আশা করছি, ভবিষ্যতেও এই দল সাফল্য এনে দেবে।”
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেও লাল বলের ক্রিকেটে গম্ভীরের রেকর্ড ভাল নয়। তিনি জানেন সে কথা। তাই ফলাফলের কথা না ভেবে সততার সঙ্গে নিজের কাজ করতে চান তিনি। গম্ভীর বলেন, “আমি ভাল দিন দেখেছি। পাশাপাশি খারাপ দিনও দেখেছি। এটাই তো কোচের জীবন। গুরুত্বপূর্ণ হল আপনি আপনার কাজে কতটা সৎ। আমি সততার সঙ্গে নিজের কাজ করেছি। এই সততাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে। দলের ভিতরে হোক বা বাইরে, ধারাভাষ্যের বক্স বা স্টুডিয়ো, সব জায়গায় সততা প্রয়োজন।”
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারেরা যে দাপট দেখিয়েছেন তা হাসি ফুটিয়েছে আপাত-গম্ভীর গৌতির মুখেও। তিনি বলেন, “এর থেকে ভাল আর কীই বা চাইব? প্রতিপক্ষকে ১২৭ রানে আটকে দিয়ে হাসতে হাসতে রান তাড়া করেছি। মাঠে একটাও ভুল করেনি আমার দলের ছেলেরা। ওদের নিয়ে গর্বিত।”
গম্ভীর জানিয়েছেন, এই খেলাকে প্রতিবাদের মঞ্চ হিসাবে দেখেছিলেন তাঁরা। সেই প্রতিবাদ তাঁরা করেছেন। ভারতের প্রধান কোচ বলেন, “দল হিসাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে নিয়ে গর্বিত।”