Gautam Gambhir

প্রতি ম্যাচে ২৫০ রান লক্ষ্য, ‘বাজ়বল’-এর ভারতীয় সংস্করণ চান কোচ গৌতম গম্ভীর

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আগ্রাসন দেখিয়েছে ভারত। সেই একই পরিকল্পনা নিয়ে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নামবেন বলে জানিয়ে দিলেন দলের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

উইকেট পড়লেও কমবে না রান তোলার গতি। লক্ষ্য ২৫০ রান। সেটা করতে গিয়ে যদি ১২০ রানে দল অলআউট হয়ে যায়, তা-ও কোনও সমস্যা নেই। আপাতত এই মেজাজ নিয়ে টি-টোয়েন্টি খেলছে ভারত। দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই টি-টোয়েন্টির মেজাজ নিয়ে খেলতে নামবেন তাঁরা।

Advertisement

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার পরে লাল বলের ক্রিকেটে আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করেছিল দল। ম্যাকালামের ডাক নাম অনুয়ায়ী এই ধরনের খেলাকে বল হয় ‘বাজ়বল’। সেই ধরনের ক্রিকেটই ভারতীয় দলের কাছেও চান গম্ভীর। তিনি চান ‘বাজ়বল’-এর ভারতীয় সংস্করণ। শুধু টি-টোয়েন্টি নয়, এক দিনের ক্রিকেটেও একই ধরনের মানসিকতা চান তিনি।

ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪৭ রান করেছে ভারত। একটা সময় পর পর উইকেট পড়লেও নিজের আক্রমণাত্মক মেজাজ থেকে বার হননি অভিষেক শর্মা। গম্ভীর জানিয়েছেন, হারের ভয় নিয়ে খেলতে নামেন না তাঁরা। তিনি বলেন, “টি২০-তে এই ক্রিকেটটাই খেলতে চাই। আমাদের হারের ভয় নেই। ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। দলের সকলে এই মানসিকতা নিয়েই খেলে। গত ছ’মাস ধরে সকলে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। নিঃস্বার্থ ক্রিকেট খেলছে।”

Advertisement

প্রতি ম্যাচে ২৫০ রান করার লক্ষ্য নিয়ে নামলে কোনও ম্যাচে ১২০ রানে অলআউট হয়ে যেতে পারে দল। সেই ঝুঁকির কথা মানছেন গম্ভীর। তবে তাতে পরিকল্পনা বদলাবেন না তাঁরা। ভারতের কোচ বলেন, “আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করতে চাই। সেটা করতে গিয়ে যদি কোনও ম্যাচে ১২০-১৩০ রানে অলআউট হয়ে যাই তাতে কোনও সমস্যা নেই। ঝুঁকি না নিলে হবে না। আমার মতে, আমরা ঠিক দিকে এগোচ্ছি। বড় প্রতিযোগিতাতেও এই একই ভাবে খেলব।”

বড় প্রতিযোগিতা বলতে কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বোঝাতে চেয়েছেন গম্ভীর। কিন্তু সেটা তো এক দিনের প্রতিযোগিতা। গম্ভীরের মতে, আগ্রাসন কমবে না। তিনি বলেন, “টি২০-তে যে মেজাজে খেলছি, সেই মেজাজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই। আমরা দর্শকদের আনন্দ দিতে চাই। সাদা বলের ক্রিকেট অনেক বদলে গিয়েছে। এখানে ঝুঁকি না নিলে হবে না। সেটা নিতে আমরা তৈরি।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও খেলবেন তাঁরা। দুই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী কোচ। গম্ভীর বলেন, “রোহিত ও বিরাটের মানের দুই ক্রিকেটারকে পাব। এক দিনের ক্রিকেটে ওদের রেকর্ড দুর্দান্ত। আশা করছি, নিজেদের সেরা ফর্মেই খেলবে ওরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের মধ্যেও সেই আগ্রাসনই দেখতে পাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement