Abhishek Sharma

৬ নজির: ওয়াংখেড়েতে ১৩৫ রানের ইনিংসে কী কী কীর্তি গড়লেন অভিষেক

ওয়াংখেড়েতে শতরান করেছেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসে ছ’টি নজির গড়েছেন তিনি। তার মধ্যে চারটি ব্যক্তিগত। দু’টি দলের জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৯
Share:

শতরানের পর উল্লাস অভিষেক শর্মার। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ছবি: সমাজমাধ্যম।

ওয়াংখেড়ের নায়ক অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেছেন তিনি। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংসে ছ’টি নজির গড়েছেন তিনি। তার মধ্যে চারটি ব্যক্তিগত। দু’টি দলের জন্য।

Advertisement

ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রা

ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অভিষেক। তিনি করেছেন ১৩৫ রান। এর আগে ২০২৩ সালে অহমদাবাদে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেটিই এত দিন রেকর্ড ছিল। তা ভেঙেছেন অভিষেক।

Advertisement

ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা

ওয়াংখেড়েতে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ড ভেঙেছেন ভারতের বাঁহাতি ওপেনার।

পাওয়ার প্লে-তে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যেই ৫৮ রান করেছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে এই রান সর্বাধিক। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৫৩ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই রেকর্ড ভেঙেছেন অভিষেক।

ওভারের নিরিখে দ্রুততম শতরান

১০.১ ওভারের মাথায় নিজের শতরান পূর্ণ করেছেন অভিষেক। এক ইনিংসে ওভারের নিরিখে এটি দ্রুততম শতরান। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১০.২ ওভারে শতরান করেছিলেন কুইন্টন ডি’কক। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম শতরান

মাত্র ৬.৩ ওভারে ১০০ রান পার করেছে ভারত। এটিই টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম শতরান। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭.১ ওভারে ১০০ রান পার করেছিল ভারত। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গিয়েছে। আর তা হয়েছে অভিষেকের ব্যাটেই।

টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে ভারতের সর্বাধিক রান

টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ার প্লে-তে এই ম্যাচে সর্বাধিক রান করেছে ভারত। ওয়াংখেড়েতে ৬ ওভারে উঠেছে ৯৫ রান। এর আগে ২০২১ সালে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৮২ রান করেছিল ভারত। অভিষেকের জন্যই এই নজির সম্ভব হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement