Rohit Sharma

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। শুক্রবার রাতে তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৬:২৯
Share:

স্ত্রী রীতিকার সঙ্গে রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তাঁর পরিবারের কেউ সরকারি ভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত।

Advertisement

২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৯ বছর পর দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যেমন জানাননি রোহিত, তেমনই এখনও প্রকাশ্যে আনেননি দ্বিতীয় বার বাবা হওয়ার খবরও। সরকারি ভাবে রোহিতেরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার রাতে রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ১০ নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। সেখানে কিছু দিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি তিন দিনের ম্যাচ খেলছে তারা। রোহিত দলের সঙ্গে যাননি। তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।

Advertisement

রোহিতের অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন সুনীল গাওস্কর। তিনি বলেছিলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”

রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলবেন কি না। উত্তর ভারত অধিনায়ক বলেন, “পার্‌থ টেস্টে খেলব কি না এখনও নিশ্চিত নই। দেখা যাক কী হয়।” দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কি না সেই দিকে নজর থাকবে। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। অধিনায়ককে দলে পেলে বাকিদের আত্মবিশ্বাস যে বৃদ্ধি পাবে তা বলাই যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement