সতীর্থদের সঙ্গে দীপক চাহার (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।
এক সময় ভারতের সীমিত ওভারের সিরিজ়ে নিয়মিত সুযোগ পেতেন তিনি। তবে খারাপ ফর্ম এবং চোটের কারণে এখন জাতীয় দল থেকে অনেকটাই দূরে। সেই দীপক চাহার আচমকাই হাজির হলেন রিয়্যালিটি শো ‘বিগ বস্’-এ। জল্পনা ছড়িয়ে পড়ে, ওয়াইল্ড কার্ড হিসাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন তিনি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সলমন খানের সঙ্গে দীপকের কথাবার্তার একটি ভিডিয়ো। সলমন জিজ্ঞাসা করছেন, “আমি কবে থেকে ভাবছি যে দ্বিতীয় ওয়াইল্ড কার্ডটা এ বার কাকে দেওয়া যায়?” প্রথম ওয়াইল্ড কার্ডে সুযোগ পেয়েছিলেন শেহবাজ় বাদেশা। তখনই জল্পনা তৈরি হয় চাহারকে নিয়ে।
চাহার উত্তরে বলেন, “আমার মনে হয় বিগ বস্ ক্রিকেটের থেকেও কঠিন। কারণ বাড়ির ভিতরে আপনি জানতেও পারেন না কে আপনার বন্ধু আর কে শত্রু।” সলমন তখন প্রশ্ন করেন যে চাহার জিততে পারবেন কি না। চাহার বলেন, “আমি প্রথমে ভিতরে যাব, সব দেখব, তার পর সিদ্ধান্ত নেব। তবে জেতার সম্ভাবনা ভাল মতোই রয়েছে।”
পরে অবশ্য জানা যায়, চাহার এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। তাঁর বোন মালতী চাহার দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পান। তাঁকে সমর্থন করতেই চাহার এসেছিলেন অনুষ্ঠানে। মালতী অনুষ্ঠানে আসেন একটি জনপ্রিয় নাচের মাধ্যমে।
অনুষ্ঠানে সলমনের সঙ্গে ক্রিকেট খেলেছেন চাহার। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। পাশাপাশি মজার কথাও হয়েছে দু’জনের মধ্যে।