Jemimah Rodrigues

বিশ্বকাপ জেতার ছ’দিন পরেই দেশ ছাড়লেন জেমাইমা! কোথায় গেলেন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপ জেতা সাত দিনও হয়নি। তার মধ্যেই দেশ ছাড়লেন জেমাইমা রদ্রিগেজ়। কেন বিদেশে গেলেন ভারতীয় ক্রিকেটার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:৪৫
Share:

বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু জেমাইমা রদ্রিগেজ়ের। —ফাইল চিত্র।

বিশ্বকাপ জিতে যেখানে বাকি ক্রিকেটারেরা বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে বিশ্বজয়ের আনন্দ উদ্‌যাপনে ব্যস্ত, তখন জেমাইমা রদ্রিগেজ়ের সামনে নতুন লক্ষ্য। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা সাত দিনও হয়নি। তার মধ্যেই অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন জেমাইমা। কেন বিদেশে গেলেন ভারতীয় ক্রিকেটার?

Advertisement

২ নভেম্বর নবি মুম্বইয়ের মাঠে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলা দল। দেশের হয়ে এখন ভারতের মহিলা ক্রিকেটারদের খেলা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার লিগ মহিলাদের বিগ ব্যাশ শুরু হতে চলেছে। সেই লিগে এ বার একমাত্র ভারতীয় ক্রিকেটার জেমাইমা। ব্রিসবেন হিটের হয়ে খেলেন তিনি। বিশ্বকাপ জেতার ছ’দিনের মাথায় সেই প্রতিযোগিতা খেলতেই গিয়েছেন জেমাইমা।

নিজের একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছেন জেমাইমা। সেখানে দেখা যাচ্ছে, বিমানে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে জেমাইমা লেখেন, “পরের স্টেশন: অস্ট্রেলিয়া।” তিনি আরও লেখেন, “ব্রিসবেন হিট, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।” রবিবার ঘরের মাঠে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ম্যাচ ব্রিসবেনের। সেখানে খেলতে পারেন জেমাইমা।

Advertisement

গত বার ব্রিসবেনের হয়েই খেলেছিলেন জেমাইমা। ১০ ম্যাচে ৩৩.৩৭ গড় ও ১৩৯.০৬ স্ট্রাইক রেটে করেছিলেন ২৬৭ রান। সর্বাধিক ৬১। বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্কও রয়েছেন ব্রিসবেনে। অর্থাৎ, ফাইনালের দুই তারকাকে দেখা যাবে একই দলের হয়ে খেলতে।

ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি জেমাইমার। প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে শূন্য রানে আউট হয়েছিলেন। প্রথম একাদশ থেকে বাদ পড়েন। ফিরেও আসেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ১২৭ রান তাঁকে তারকার মর্যাদা দিয়েছে। বিশ্বকাপ জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ভারতীয় ক্রিকেটারেরা। এ বার নতুন লক্ষ্যে জেমাইমা। পাড়ি দিলেন অস্ট্রেলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement