Ravindra Jadeja

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে আচমকাই রবীন্দ্র জাডেজার সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা ছড়িয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার এক দিন পর সেই নিয়ে উত্তর দিলেন জাডেজা। মাত্র চার শব্দে নিজের উত্তর জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:৫৫
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে রবীন্দ্র জাডেজা। ছবি: সমাজমাধ্যম।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে আচমকাই রবীন্দ্র জাডেজার সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা ছড়িয়েছিল। নিউ জ়িল্যান্ডের ইনিংসের মাঝে যে ভাবে বিরাট কোহলি তাঁকে জড়িয়ে ধরেছিলেন, তাতে মনে হয়েছিল রবিবারই জাডেজার শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার এক দিন পর সেই নিয়ে উত্তর দিলেন জাডেজা। মাত্র চার শব্দে নিজের উত্তর জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার সমাজমাধ্যমে জাডেজা লিখেছেন, “নো আননেসেসারি রিউমর্স, থ্যাঙ্কস।” অর্থাৎ, কোনও অপ্রয়োজনীয় গুজব ছড়াবেন না, ধন্যবাদ। মনে করা হচ্ছে, সমর্থক এবং সংবাদমাধ্যমের উদ্দেশেই তাঁর এই বার্তা। কারণ রবিবার বিকেল থেকেই জাডেজার অবসর নিয়ে জল্পনা ছড়াচ্ছিল সমাজমাধ্যমে। চার শব্দের বার্তায় জাডেজা নিজেই তার অবসান ঘটালেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতোই সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন জাডেজা। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত অবসর নিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেছেন, “আমি এক দিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না। আপাতত কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যে ভাবে চলছে, সে ভাবেই সব চলুক।”

Advertisement

ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্স পাওয়া গিয়েছে জাডেজার থেকে। প্রথমে বল হাতে ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে টম লাথামের গুরুত্বপূর্ণ উইকেট নেন। পরে ব্যাট হাতে ছ’বলে ন’রান করেন। জেতার রানও এসেছে তাঁর ব্যাট থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement