Rohit Sharma

মুম্বইয়ের রঞ্জি ম্যাচে হঠাৎ হাজির রোহিত! সোজা চলে গেলেন নেটে

শনিবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের ম্যাচ। শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে চলছে মুম্বই বনাম হিমাচল প্রদেশ খেলা। সেখানেই হঠাৎ পৌঁছে যান রোহিত শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২২:০৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া থেকে সিরিজ় খেলে ফিরেছেন। আপাতত কোনও ম্যাচ নেই। ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। সেই সিরিজ়ের দল এখনও ঘোষণা হয়নি। তবু এখন থেকেই কি সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা?

Advertisement

শনিবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের ম্যাচ। মুম্বইয়ে বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে চলছে মুম্বই বনাম হিমাচল প্রদেশ খেলা। সেখানেই হঠাৎ পৌঁছে যান রোহিত। সোজা চলে যান নেটে।

রোহিতের পরনে ছিল নীল টি-শার্ট ও ধূসর শর্টস। মাথায় ছিল টুপি। মাঠে ঢুকে আগে নেটে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন রোহিত। মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন। নেটে বেশ কিছু ক্ষণ হাঁটেন তিনি। তার হালকা জগিং করেন।

Advertisement

সেই সময় রঞ্জির খেলা চলছিল। কিছু ক্ষণ বলে সেই খেলা দেখেন রোহিত। মধ্যাহ্নভোজের বিরতিতে আবার নেটে যান রোহিত। তাঁর সঙ্গে ছিলেন মুম্বইয়ের বোলিং কোচ ধবল কুলকর্ণি। দু’জনের মধ্যে কিছু ক্ষণ কথা হয়। মুম্বইয়ের কয়েক জন ক্রিকেটার তখন নেটে অনুশীলন করছিলেন। তাঁদের দেখেন রোহিত। তিনি নিজে নেটে ব্যাট করেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি নিয়েছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আবার ফেরেন। তৃতীয় ম্যাচে শতরানও করেন। সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়। তার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় রয়েছে। আপাতত এই দুই সিরিজ়ে নজর রয়েছে রোহিতের।

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন রোহিত। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে চান। তবে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর ও প্রধান কোচ গৌতম গম্ভীরের মতে, বিশ্বকাপের দলে রোহিতের জায়গা এখনও পাকা নয়। রোহিত জানেন, বিশ্বকাপ খেলতে হলে ধারাবাহিক ভাবে রান করতে হবে তাঁকে। সেই কারণেই হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজ় শুরুর ২০-২২ দিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement