Rohit Sharma in SMAT

বিজয় হজারের পাশাপাশি মুস্তাক আলিতেও খেলতে চান রোহিত! অবসরের পরেও কেন টি২০ লিগে নজর ভারতীয় ব্যাটারের

ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন রোহিত শর্মা। আগেই জানিয়েছিলেন, বিজয় হজারে ট্রফি খেলবেন তিনি। এ বার জানা গিয়েছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এক বছর আগে। কিন্তু আবার টি-টোয়েন্টি লিগের দিকে নজর রোহিত শর্মার। তিনি জানিয়েছেন, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চান। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত?

Advertisement

আপাতত ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত। তাঁর নজর ২০২৭ সালের বিশ্বকাপে। বোর্ড নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হজারেতে মুম্বইয়ের হয়ে তিনি খেলতে তৈরি।

‘টাইমস অফ ইন্ডিয়া’কে মুম্বই ক্রিকেট সংস্থার এক সূত্র জানিয়েছে, রোহিত ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাও খেলতে চান। সেই সুত্র বলেছে, “রোহিত মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন, মুস্তাক আলির নক আউটে খেলতে চান তিনি।”

Advertisement

রোহিতের এই সিদ্ধান্তের পর জল্পনা শুরু হয়েছে, তবে কি আবার টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি? তেমন কোনও সম্ভাবনা আর নেই। বুধবার রায়পুরে রোহিতের হাতেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচিত হয়েছে। আগামী বছর ভারতের মাটিতে বিশ্বকাপের প্রচার দূত করা হয়েছে রোহিতকে। ভারতীয় দলকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ছোট ফরম্যাটে ফিরবেন না তিনি।

তা হলে কেন আবার মুস্তাক আলি খেলতে চাইছেন রোহিত? দু’টি কারণ রয়েছে। রোহিত এখন এক দিনের ক্রিকেট খেলছেন। ওপেন করেন তিনি। গত কয়েক বছরে খেলার ধরন বদলেছেন রোহিত। আক্রমণাত্মক খেলেন। টি-টোয়েন্টিতে খেললে সেই প্রস্তুতি সেরে নেওয়া যাবে। পাশাপাশি আইপিএলে এখনও খেলছেন রোহিত। মুস্তাক আলিতে খেলে আইপিএলের প্রস্তুতিও সেরে নেবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচীতে অর্ধশতরান করলেও রায়পুরে রান পাননি রোহিত। মাত্র ১৪ রান করেছেন। শনিবার বিশাখাপত্তনমে সিরিজ়ের শেষ ম্যাচে বড় রানের লক্ষ্যে নামবেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement