Sanju Samson

আঙুলে চোট, পাঁচ থেকে ছ’সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্যামসন, খেলা হবে না রঞ্জিতে

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে চোট পেয়ে বেশ কিছু দিনের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। এক মাসেরও বেশি সময় তিনি ক্রিকেট খেলতে পারবেন না। চোটের কারণে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কেরলের হয়েও খেলা হবে না সঞ্জুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪
Share:

সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে চোট পেয়ে বেশ কিছু দিনের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। এক মাসেরও বেশি সময় তিনি ক্রিকেট খেলতে পারবেন না। পাঁচ-ছ’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। চোটের কারণে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কেরলের হয়েও খেলা হবে না সঞ্জুর।

Advertisement

ব্যাট করার সময় জফ্রা আর্চারের বলে চোট পেয়েছিলেন সঞ্জু। তর্জনীতে লেগেছিল বল। সেই চোটই তাঁকে বেকায়দায় ফেলেছে। তিনি তিরুঅনন্তপুরমে ফিরে গিয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সম্পূর্ণ হলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে এনসিএ-র অনুমতি লাগবে।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “সঞ্জুর ডান হাতের তর্জনীতে চিড় ধরেছে। নেটে অনুশীলনে ফিরতে অন্তত পাঁচ থেকে ছ’সপ্তাহ লাগবে। তাই রঞ্জি ট্রফিতে নামার কোনও সম্ভাবনা নেই। যা অবস্থা, তাতে আইপিএলের আগেই ও সুস্থ হয়ে যাবে।” প্রসঙ্গত, ৮-১২ ফেব্রুয়ারি পুণেয় জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেরলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন না সঞ্জু। পাঁচটি ম্যাচে মাত্র ৫১ রান করেছেন। এক দিনের সিরিজ়ের দলে তিনি নেই। তবে এর আগে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভাল খেলেছিলেন। তিনটি শতরান রয়েছে এই দু’টি সিরিজ়ে। বিজয় হজারেতে কেরলের হয়ে না খেলার কারণে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement