Jasprit Bumrah

বুমরাহ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? জানা যাবে দু’-তিন দিনে

অস্ট্রেলিয়া সিরিজ়ে পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই চোট কতটা গুরুতর? তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? জানা যাবে দু’-তিন দিনেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন জসপ্রীত বুমরাহ। আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। সেখানে তাঁর চোট খতিয়ে দেখা হচ্ছে। বুমরাহ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? জানা যাবে দু’-তিন দিনেই।

Advertisement

রবিবার বেঙ্গালুরু গিয়েছেন বুমরাহ। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু’-তিন দিন থাকবেন তিনি। তার মধ্যে তাঁর স্ক্যান হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। সেই রিপোর্ট দেখে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরাহ খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকেরা মনে করেন যে বুমরাহের অস্ত্রোপচারের দরকার নেই, তা হলে ভাল খবর। কিন্তু যদি তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয় তা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলার সম্ভাবনা নেই।

ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে নিউ জ়িল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাওটেনের সঙ্গে। ২০২২ সালে তিনিই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। যদি আরও এক বার অস্ত্রোপচার করাতে হয় তা হলে নিউ জ়িল্যান্ডের চিকিৎসকের কাছেই যেতে হবে বুমরাহকে। তবে সবটাই নির্ভর করছে পরীক্ষার রিপোর্টের উপর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন বুমরাহ। তবে দল ঘোষণা করার সময় আগরকর জানিয়েছিলেন, বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁকে রাখা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হতে না পারলে দলে বদল করা হবে। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলে তাঁর পরিবর্ত হিসাবে হর্ষিতেরই দলে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ সেই প্রস্তুতিরই অঙ্গ। সেখানে খেলবেন না বুমরাহ। অর্থাৎ, তিনি যদি সুস্থ হয়েও যান, তার পরেও প্রস্তুতি ছাড়াই নামতে হবে তাঁকে। তিনি আদৌ খেলতে পারবেন কি না তার ইঙ্গিত দু’-তিন দিনের মধ্যেই পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement