Virat Kohli Injury Scare

রবিবারের ফাইনালের আগে চোট কোহলির! হাঁটুতে বল লাগায় মাঠ ছাড়লেন বিরাট

শনিবার ভারতের অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন বিরাট কোহলি। একটি বল তাঁর হাঁটুতে গিয়ে লাগে। আর অনুশীলন করেননি কোহলি। মাঠ ছাড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ২০:২৩
Share:

শনিবার অনুশীলনে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামবে ভারত। তার আগে শনিবার চোট-আতঙ্ক ভারতীয় শিবিরে। অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন বিরাট কোহলি। একটি বল তাঁর হাঁটুতে গিয়ে লাগে। আর অনুশীলন করেননি কোহলি। মাঠ ছাড়েন তিনি।

Advertisement

শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন করছিল ভারতীয় শিবির। নেটে ব্যাট করার সময় এক পেসারের বল কোহলির হাঁটুতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করে ওঠেন তিনি। মাটিতে শুয়ে পড়েন। ছুটে আসেন ফিজ়িয়ো। তিনি কোহলির হাঁটুতে স্প্রে করেন। তার পর হাঁটুতে আইসপ্যাক লাগানো হয়। কোহলি আর অনুশীলন করেননি। তিমি মাঠ ছাড়েন।

কোহলির চোট কি গুরুতর? আশার কথা শুনিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। জানানো হয়েছে, কোহলির চোট গুরুতর নয়। তিনি ফাইনালে খেলতে পারবেন। কোহলিকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। সেই কারণে আর অনুশীলন করেননি তিনি।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি ম্যাচের সব ক’টিই জিতেছে ভারত। সহজেই ম্যাচ জিতেছে তারা। ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান করতে পারতেন। কিন্তু ৮৪ রান করে আউট হয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কোহলির। ফাইনালেও তাঁর কাছে রান চাইছে দল। দলকে আরও একটি আইসিসি ট্রফি জেতাতে মুখিয়ে রয়েছেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement