জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে উঠেছে প্রশ্ন। একের পর এক ক্যাচ ফেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা। দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ গোপন করেননি ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও। শুভমন গিলের দলের ক্যাচ ফেলার সবচেয়ে বেশি খেসারত দিতে হয়েছে জসপ্রীত বুমরাহকে। শুধু তাই নয়, তৈরি হয়েছে লজ্জার নজিরও।
শুধু বুমরাহের বলেই চারটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা। বুমরাহের বলে একাই তিনটি ক্যাচ ফেলেছেন যশস্বী জয়সওয়াল। একটি ক্যাচ ফস্কেছেন রবীন্দ্র জাডেজাও। এর আগে ভারতের আর কোনও বোলারের বলে টেস্টের এক ইনিংসে এতগুলি ক্যাচ পড়েনি।
ষশস্বী ফেলেছেন তিনটি ক্যাচ। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ ফেলার ভারতীয় রেকর্ড এটাই। এই ম্যাচে ১৫০টি ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেছেন পন্থ। তবে তিনিও ক্যাচ ফেলেছেন। ক্যাচ ফস্কেছেন শার্দূল ঠাকুরও। ভারতীয় দলের খারাপ ফিল্ডিংয়ের সুবিধা পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটারেরা। দ্বিতীয় দিন ক্যাচ তুলে বেঁচে যান অলি পোপ। শেষ পর্যন্ত তিনি করেন ১০৬ রান। দু’বার বেঁচে গিয়েছেন হ্যারি ব্রুক। ব্যক্তিগত ৪৬ এবং ৮২ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ধরতে পারেননি ভারতীয় ফিল্ডারেরা।
শুভমনদের ফিল্ডিংয়ের বেহাল দশা দেখে অন্যতম ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বলেছেন, গত পাঁচ বছরে কোনও টেস্টে ভারতের এত খারাপ ফিল্ডিং তিনি দেখেননি। সমালোচনা করেছেন সুনীল গাওস্করও।