Gautam Gambhir on T20I World Cup 2026

‘এখনও আমরা তৈরি নই!’ টি২০ বিশ্বকাপের আগে সূর্যদের সময় বেঁধে দিলেন কোচ গম্ভীর

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলকে তৈরি হওয়ার সময়সীমা বেঁধে দিলেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১২:৪৪
Share:

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে। কোচ গৌতম গম্ভীরের কাছে সুযোগ, সাদা বলের ক্রিকেটে আরও একটি আইসিসি ট্রফি জেতার। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গম্ভীর জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তাঁদের দল এখনও পুরো তৈরি নয়। বিশ্বকাপের আগে দলকে তৈরি হওয়ার সময়সীমা বেঁধে দিলেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

গম্ভীরের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেটি একটি টিজ়ার। ৪৬ সেকেন্ডের সেই ভিডিয়োয় গম্ভীর জানিয়েছেন, দল এখনও তৈরি নয়। তিনি বলেন, “বিশ্বকাপের জন্য আমরা এখনও পুরো তৈরি নই। আশা করছি, ক্রিকেটারেরা বুঝবে ফিট থাকার গুরুত্ব কতটা। আমাদের হাতে এখনও তিন মাস আছে। তার মধ্যে দলকে তৈরি হতে হবে।” গম্ভীরের কথা থেকে পরিষ্কার, তিন মাসের মধ্যে বিশ্বকাপের দল বেছে ফেলতে চান তিনি। তার আগে ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারি মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১০ টি২০ ম্যাচ খেলবে ভারত। সেই ১০ ম্যাচ দেখেই বিশ্বকাপের দল তৈরি করে ফেলবেন তিনি।

অবশ্য ভারতীয় দলের সাজঘরের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের গলায়। এমন সাজঘরই চেয়েছিলেন তিনি। ভারতের প্রধান কোচ বলেন, “আমাদের এই সাজঘরে কোনও লুকোছাপা নেই। এই সাজঘরের প্রত্যেকে খুব সৎ। আমরা তো এ রকমই একটা সাজঘর চেয়েছিলাম।”

Advertisement

এখনও প্রতিটি ম্যাচে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ়েও তা দেখা গিয়েছে। গম্ভীর জানিয়েছেন, ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তিনি। ভারতের কোচ বলেন, “ক্রিকেটারেরা কতটা দক্ষ, তা দেখার সবচেয়ে সহজ উপায় হল, ওদের গভীর সমুদ্রে ছুড়ে দাও। শুভমন যখন টেস্ট অধিনায়ক হয়েছিল, তখন ওর সঙ্গেও তা-ই করেছিলাম। কঠিন পরিস্থিতিতেই সেরা খেলাটা বেরিয়ে আসে।”

হারতে ভালবাসেন না গম্ভীর। কোনও অজুহাতও দিতে চান না। সে কথাও বলেছেন তিনি। গম্ভীর বলেন, “দেশ হিসাবে বা ব্যক্তিগত ক্রিকেটার হিসাবে আমরা কখনও সিরিজ়ে হার উদ্‌যাপন করি না। কোনও অজুহাত দিই না। হারকে হার হিসাবেই দেখি। সেখান থেকে শিক্ষা নিয়ে জেতার চেষ্টা করি।”

আপাতত লাল বলের ক্রিকেটে নজর গম্ভীরের। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট কলকাতায়। রবিবার রাতেই শুভমন-সহ কয়েক জন ক্রিকেটারের সঙ্গে গম্ভীর কলকাতায় চলে এসেছেন। সোমবার ধাপে ধাপে বাকি দল আসবে। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দেবে ভারত। তার মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের লক্ষ্য জানিয়ে দিলেন গম্ভীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement