গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
কৃষ্ণমাচারি শ্রীকান্তকে একহাত নিলেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সিরিজ়ের দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি। নিজের ইউটিউব চ্যানেলে তাঁদের সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান শ্রীকান্ত। হর্ষিত ও নীতীশের হয়ে ব্যাট ধরলেন গম্ভীর। পাল্টা শ্রীকান্তকে নিশানা করেছেন ভারতের প্রধান কোচ।
দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে টেস্ট সিরিজ় জেতার পর সাংবাদিক বৈঠকে গম্ভীরকে প্রশ্ন করা হয় হর্ষিতের অন্তর্ভুক্তি নিয়ে। শ্রীকান্ত যে হর্ষিতের সমালোচনা করেছেন সে কথাও জানানো হয়। জবাবে গম্ভীর বলেন, “দেখুন, সত্যি বলতে এটা খুব লজ্জাজনক ঘটনা। যদি আপনার ইউটিউব চ্যানেল চালানোর জন্য একটা ২৩ বছরের বাচ্চার সমালোচনা করেন, তা হলে সেটা অন্যায়। এরা ২৩ বছরের বাচ্চাকেও ছাড়ে না। ওর বাবা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নন। প্রাক্তন ক্রিকেটার বা এনআরআইও নন। ও যত দূর ক্রিকেট খেলেছে নিজের যোগ্যতা, নিজের দমে খেলেছে। সেটাই ও করবে। একজনকে এ ভাবে নিশানা করা উচিত নয়।” গম্ভীর আরও বলেন, “যদি নিশানা করতে হয় তা হলে ওর পারফরম্যান্স নিয়ে করুন। নির্বাচকদের নিশানা করুন। এটা ওদের কাজ। সমাজমাধ্যমে ২৩ বছরের একটা বাচ্চাকে নিয়ে যদি এত খারাপ কথা বলেন, তা হলে ওর মানসিকতা কী রকম হবে?”
গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সমালোচনা সহ্য করার ক্ষমতাও বাড়ে। সেটা শ্রীকান্তের মাথায় রাখা উচিত। এই কাজ দেশের ক্রিকেটেরই ক্ষতি করছে বলে মনে করেন তিনি। গম্ভীর বলেন, “ভাবুন তো, আগামী দিনে কোনও বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে এই ধরনের হেনস্থার শিকার হলে কী করবে। ও একটা ২৩ বছরের বাচ্চা। ৩৩ বছরের নয়। আমি সমালোচনা সহ্য করতে পারি। ওর পক্ষে সেটা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেটের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। ইউটিউব চ্যানেল চালাতে এই সব বলা উচিত নয়। শুধু হর্ষিত কেন, কারও ক্ষেত্রেই ঠিক নয়।”
অস্ট্রেলিয়া সিরিজ়ের দল ঘোষণার পর নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত জানিয়েছিলেন, গম্ভীর কোচ বলেই হর্ষিত দলে জায়গা পেয়েছেন। অন্য কেউ থাকলে পেতেন না। পাশাপাশি নীতীশকে নিয়েও প্রশ্ন তোলেন শ্রীকান্ত। তিনি বলেন, “হার্দিক পাণ্ড্যের বিকল্প নীতীশ হতে পারে না। ওর বিকল্প রবীন্দ্র জাডেজা। নীতীশ একজন ব্যাটার যে একটু-আধটু বল করতে পারে। ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিল না।”
এই সমালোচনার জবাবে গম্ভীর বলেন, “ভারতে ক’জন পেসার-অলরাউন্ডার রয়েছে? নীতীশ একজন। ওর দিকে আমাদের নজর আছে। আমরা চাই না যে ও শুধু বিদেশের মাঠে খেলুক। দেশের মাটিতেও ওকে খেলাব। নীতীশেরও বয়স কম। দীর্ঘ দিন ও ভারতের হয়ে খেলবে। তাই ওর দিকে আমাদের নজর রাখতে হবে। কে, কী বলছে দেখব না। নীতীশের উপর আমাদের ভরসা আছে। তাই ওকে নেওয়া হয়েছে।”