Mohammed Shami

৩৫৯ দিন পর মাঠে ফিরছেন মহম্মদ শামি, বুধবার থেকে রঞ্জি ম্যাচ খেলবেন বাংলার হয়ে

মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন শামি। বুধবারই মাঠে নেমে পড়বেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১১:৫৪
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

প্রায় এক বছর পর মাঠে নামছেন মহম্মদ শামি। বাংলার পেসার হিসাবে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন শামি। বুধবারই মাঠে নেমে পড়বেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার।

Advertisement

বেশ কিছু দিন ধরেই শামি ফিরতে পারেন বলে শোনা যাচ্ছিল। রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল। কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি। শামির নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও ফিরতে পারেন তিনি। কিন্তু তা হয়নি। বুধবার থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হয় কি না সে দিকেও নজর থাকবে।

গত বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালে শেষ বার খেলতে দেখা গিয়েছিল শামিকে। ১৯ নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি। সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় শামির চিকিৎসা। তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায়। শামির গোড়ালিতে চোট ছিল। সমস্যা ছিল হাঁটুতেও। সেই সব কিছু সারিয়ে মাঠে ফিরছেন শামি। বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির, তেমনই স্বস্তি দেবে ভারতীয় দলকেও। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে শামি সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও।

Advertisement

ইনদওরে সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েলও। এমন অবস্থায় শামিকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন শামির ভাই মহম্মদ কইফও। দুই ভাইকে একসঙ্গে খেলাতে পারে বাংলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement