Navdeep Saini

Navdeep Saini: পুজারার পর সফল এই জোরে বোলার, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভারতীয়দের দাপট

চেতেশ্বর পুজারা ধারাবাহিক ভাবে ভাল খেলছেন সাসেক্সের হয়ে। কাউন্টিতে এ বার সাফল্য পেলেন নবদীপ সাইনিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৬:১৪
Share:

কাউন্টিতে সফল পুজারা। —ফাইল চিত্র

এক দিকে চেতেশ্বর পুজারা সাসেক্সের অধিনায়ক হয়ে দ্বিশতরান করলেন, অন্য দিকে নবদীপ সাইনি কেন্টের হয়ে প্রথম ম্যাচেই নিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ভারতীয়দের দাপট। ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন সাইনি।

Advertisement

বুধবার কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ খেললেন সাইনি। যে এজবাস্টনে ভারতীয় দল টেস্ট হারল ইংল্যান্ডের কাছে, সেই মাঠেই কাউন্টিতে অভিষেক হল তাঁর। সেই টেস্টে চতুর্থ ইনিংসে ভারতীয় দলের বোলাররা মাত্র তিন উইকেট নেন। সাইনি সেই মাঠেই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় দলের নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন। তিনিও যে তৈরি তা বুঝিয়ে দিলেন কাউন্টির প্রথম ম্যাচেই।

কেন্টের হয়ে ১৮ ওভার বল করেন সাইনি। তিনি ফিরিয়ে দেন ক্রিস বেঞ্জামিন, ড্যান মৌজলি, মাইকেল বার্জেস, হেনরি ব্রুকস এবং ক্রেগ মাইলসকে। ভারতীয় পেসারের দাপটে ২২৫ রানে শেষ হয়ে যায় ওয়ারউইকশায়ার। ১৪টি নো বলও করেছেন সাইনি।

Advertisement

পুজারা খেলেন সাসেক্সের হয়ে। প্রথম ম্যাচেই ডার্বিশায়ারের বিরুদ্ধে ২০১ রান করেন তিনি। তার পরে উরসেস্টারশায়ারের বিরুদ্ধে ১০৯, মিডলসেক্সের বিরুদ্ধে ১৭০ ও ডারহামের বিরুদ্ধে ২০৩ রান করেন। মিডলসেক্সের বিরুদ্ধেই চলতি ম্যাচে ২৩১ রান করেছেন ভারতীয় ব্যাটার। সাসেক্সের হয়ে ন’টি ইনিংসে ১০৯.৪৩ গড়ে ৭৬৬ রান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন