কুলদীপ যাদব। ছবি: এক্স।
পঞ্চম বার টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটা নিঃসন্দেহে কুলদীপ যাদবের।
ম্যাচের পর ভারতের এই বাঁহাতি রিস্ট স্পিনার বলেন, ‘‘আমরা দিনের শুরুটা ভাল করেছিলাম। এই উইকেট ব্যাট করার জন্য উপযুক্ত। কোনও গতি নেই। তাই আমরা শুধু সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। স্টাম্প আক্রমণ করে বল করাই আমার পরিকল্পনা ছিল।’’
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের প্রতিরোধ করার প্রশংসা করেন কুলদীপ। বলেন, ‘‘প্রথম ইনিংসটা আমাদের জন্য দুর্দান্ত ছিল। দ্বিতীয় ইনিংসে ওরা সত্যিই ভাল ব্যাট করেছে। হোপ এবং ক্যাম্পবেল সত্যিই খুব ভাল ব্যাট করছে।’’
দিল্লির উইকেটে বল করা যে ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, সে কথা জানিয়ে কুলদীপ বলেন, ‘‘উইকেট অত্যন্ত মন্থর। তাই যা করার নিজেকে করতে হবে। আর রিস্ট স্পিনারদের জন্য তো আরও কঠিন। সঠিক লেংথে বল করা এবং ফ্লাইটে ব্যাটারকে পরাস্ত করাই ছিল আমার পরিকল্পনা। বল ছাড়ার সময় আমার হাতের গতি বাড়ানোর চেষ্টা করছিলাম।’’
পাঁচ উইকেট নেওয়া নিয়ে কুলদীপ বলেন, ‘‘যে ফর্ম্যাটেই খেলি না কেন, আমাকে নিজের সেরাটা দিতে হবে। অনেক দিন পর পাঁচ উইকেট নিলাম। মাঠে জাদু তৈরি করতে হবে। আমি সবসময় এটাই ভাবি। আর আমি ১৮ মাস খেলি নাকি এক মাস খেলি তাতে কিছু যায় আসে না।’’