রবি বিশ্নোই। —ফাইল চিত্র।
পাওয়ার প্লে-তে বল করার জন্য ভারতের সব স্পিনারকে তৈরি থাকতে বলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনটাই জানালেন স্পিনার রবি বিশ্নোই। পুণেয় ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা না হলেও তাঁর বোলিং ভারতকে ম্যাচ জয়ের পথ দেখায়।
শুক্রবার বেন ডাকেট, জস বাটলার এবং জফ্রা আর্চারের উইকেট নেন বিশ্নোই। দু’বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। ১৬৬ রানে অল আউট হয়ে যায় তারা। ভারত সেই সঙ্গে সিরিজ়ে এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। বিশ্নোই বলেন, “সূর্য ভাই আমাদের সকলকে তৈরি থাকতে বলে। অক্ষর (পটেল), বরুণ (চক্রবর্তী) এবং আমি, তিন জনেই পাওয়ার প্লে-তে বল করেছি। আমাদের মধ্যে যে কারওকে এই কাজ করতে হতে পারে, সেটা সূর্য ভাই বলে রেখেছিল।”
বিশ্নোই জানিয়েছেন তিনি কী ভাবে ডাকেটকে আউট করার পরিকল্পনা করেছিলেন। ভারতীয় স্পিনার বলেন, “ডাকেটের সোজা খেলতে সমস্যা হয়। ও স্কোয়্যারের দিকে খেলতে পছন্দ করে। আমাকে যখন বল করতে ডাকা হল, আমি প্রথমেই ওর স্কোয়্যারের দিকে খেলা বন্ধ করে দিই। এমন বল করি যাতে ও স্ট্রেট ড্রাইভ খেলতে বাধ্য হয়।” তাতেই উইকেট দিয়ে বসেন ডাকেট।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে সেই ম্যাচ। সিরিজ় জিতে গেলেও ভারত চাইবে শেষ ম্যাচটিও জিততে।