Ravindra Jadeja

মাত্র ৭৩ সেকেন্ড! ঝড়ের গতিতে কটকে ওভার শেষ জাডেজার, অবাক ধারাভাষ্যকারেরা

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করার সময় মাত্র ৭৩ সেকেন্ডে ওভার শেষ করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বল করার গতি দেখে হতবাক ধারাভাষ্যকারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫
Share:

উইকেট নিয়ে সতীর্থ বিরাট কোহলির (বাঁ দিকে) সঙ্গে উল্লাস রবীন্দ্র জাডেজার। ছবি: সমাজমাধ্যম।

বরাবরই দ্রুত নিজের ওভার শেষ করেন রবীন্দ্র জাডেজা। তিনি খেললে ওভারের জন্য জরিমানা হওয়ার সম্ভাবনা অধিনায়কের বিশেষ থাকে না। কটকেও সেই ছবি দেখা গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে বল করার সময় মাত্র ৭৩ সেকেন্ডে ওভার শেষ করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বল করার গতি দেখে হতবাক ধারাভাষ্যকারেরা।

Advertisement

ইংল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে হ্যারি ব্রুকের বিরুদ্ধে বল করছিলেন জাডেজা। তিনি পর পর ব্রুকের পা লক্ষ্য করে বল করে যান। বলের গতি বেশি ছিল। ফলে ব্রুক হাত খোলার সুযোগ পাননি। প্রথম পাঁচটি বল ডিফেন্ড করেন তিনি। শেষ বলটি মিড উইকেট অঞ্চলে মারলেও রান হয়নি। ইনিংসের প্রথম মেডেন ওভার হয় সেটি।

ওভার শেষে ধারাভাষ্যকারেরা জানান, মাত্র ৭৩ সেকেন্ডে ওভারটি শেষ করেছেন জাডেজা। তাঁরা অবাক হয়ে যান। স্পিনারদের ক্ষেত্রে সাধারণত এক ওভার শেষ করতে দেড় মিনিট সময় লাগে। কিন্তু তার অর্ধেক সময়ে ওভার শেষ করে দিয়েছেন জাডেজা।

Advertisement

শুধু তাড়াতাড়ি ওভার শেষ করা নয়, উইকেটও নিয়েছেন জাডেজা। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম তিনি। ১০ ওভার বল করে ৩৫ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ৩ উইকেট। ইনিংসের একমাত্র মেডেন দিয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৬৯ রান করেছেন জো রুট। ৬৫ রান করেছেন বেন ডাকেট। দু’জনকেই আউট করেছেন জাডেজা। স্পেলের শেষ বলে জেমি ওভারটনকেও ফিরিয়েছেন তিনি। নাগপুরেও ৩ উইকেট নিয়েছিলেন জাডেজা। অর্থাৎ, দুই ম্যাচ মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement