Yuzvendra Chahal

বাংলাকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যে দেশ ছাড়লেন চহাল, কোথায় যাচ্ছেন বিশ্বকাপে ব্রাত্য স্পিনার?

এশিয়া কাপের পর এক দিনের বিশ্বকাপেও খেলার সুযোগ হয়নি চহালের। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছেন। বাংলার বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালেও নিয়েছেন ৪ উইকেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ২০:২৫
Share:

যুজবেন্দ্র চহাল। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফিতে হরিয়ানাকে সেমিফাইনালে তুলেই দেশ ছাড়ছেন যুজবেন্দ্র চহাল। সোমবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া লেগ স্পিনার। পেয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও।

Advertisement

এক দিনের বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। তবে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটের একের পর এক ম্যাচে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন চহাল। জাতীয় নির্বাচকদের বাধ্য করেছেন তাঁর কথা ভাবতে। সুযোগ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের এক দিনের সিরিজ়ের দলে। তাই রাজ্য দলকে বিজয় হজারে ট্রফির সেমিফাইনালে তুলে সতীর্থদের বিদায় জানিয়েছেন চহাল। এ বার তাঁর গন্তব্য জোহানেসবার্গ। আবার ভারতীয় দলের জার্সি গায়ে তাঁকে দেখা যাবে ২২ গজের লড়াইয়ে।

দেশ ছাড়ার আগে সমাজমাধ্যমে হরিয়ানার সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন চহাল। তিনি লিখেছেন, ‘‘আমরা এত দূর এসেছি। এ বার কাজটা সেরে ফেলতে হবে। জোহানেসবার্গ থেকেও হরিয়ানার খেলার দিকে চোখ থাকবে আমার।’’

Advertisement

সোমবার বিজয় হজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে হরিয়ানার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চহাল। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলার মিডল অর্ডারে একাই ধস নামিয়েছেন। তাঁর শিকারের মধ্যে রয়েছেন অনুষ্টুপ মজুমদার, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক এবং মহম্মদ কাইফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন