India Vs Australia Series 2025

কোচ গম্ভীরের বার্তার পরেই নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্য! রানের খরা নিয়ে কী বলছেন ভারত অধিনায়ক

বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। তার আগে চিন্তা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৩:২১
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

দল একের পর এক প্রতিযোগিতা জিতলেও ফর্মে নেই সূর্যকুমার যাদব। গত সাত ম্যাচে ৭২ রান করেছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। তার আগে চিন্তা সূর্যের ফর্ম নিয়ে। কোচ গৌতম গম্ভীর স্পষ্ট বার্তা দিয়েছেন সূর্যকে। নিজের ফর্ম নিয়ে কী ভাবছেন সূর্য?

Advertisement

ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূর্যের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে সূর্য বলেন, “প্রচুর পরিশ্রম করছি। আগেও করেছি। নেটে অনেক ক্ষণ ব্যাট করেছি। রান আসবেই। পরিশ্রমটাই আসল। আমি একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। জানি একটা ম্যাচে রান পেলেই ছবিটা বদলে যাবে। আশা করছি এই সিরিজ়ে রান করব।”

সোমবার সূর্যের ফর্ম নিয়ে মুখ খুলেছিলেন গম্ভীর। খুব একটা চিন্তিত দেখায়নি তাঁকে। ‘জিয়োহটস্টার’-এ সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “সত্যি বলতে, সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই আমি। সাজঘরে অতি আগ্রাসী মনোভাব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সমালোচনা এড়াতে সূর্য চাইলেই ৩০ বলে ৪০ রান করতে পারে। তবে একসঙ্গে বসে আমরা ঠিক করেছি, ব্যর্থ হলেও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসব না।” সূর্যের কথা শুনেও মনে হয়েছে, খুব বেশি চাপ নিচ্ছেন না তিনি।

Advertisement

আরও কয়েকটি বিষয়ে মুখ খুলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি থেকে শুরু করে জসপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি, শিবম দুবেদের নিয়ে কথা বলেছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজ় টি২০ বিশ্বকাপের প্রস্তুতি

সূর্য জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজ়কে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা। তবে এই কাজ শুরু হয়েছে আরও আগে। সূর্য বলেন, “এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজ়কেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।” অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে তৈরি সূর্য। তাঁর কথায়, “সব ফরম্যাট আলাদা। টি২০-তে আমরা যে ভাবে গত কয়েক বছর খেলছি, এই সিরিজ়েও সেটা করারই চেষ্টা করব। অস্ট্রেলিয়ার মতো দেশে তো চ্যালেঞ্জ আসবেই। এখানে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জটা দলের জন্য ভাল।”

দলের একটাই লক্ষ্য

অনুশীলনে ফুরফুরে দেখিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। সূর্যের মতে, এই ধরনের পরিবেশই সাজঘরে ধরে রাখতে চান তিনি। অধিনায়ক বলেন, “ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংয়ের অনুশীলনের সময় সকলকে একসঙ্গে পাওয়া যায়। তাই ওখানে একটা ফুরফুরে পরিবেশ রাখতে চাই। ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। আমরা দু’দিন পেয়েছি প্রস্তুতির। তাই মজা করেছি। নিজেদের উপর চাপ নিতে চাইনি।”

সূর্য জানিয়েছেন, প্রতিটি সিরিজ়ে পিচ ও মাঠের পরিস্থিতি অনুযায়ী দল নির্বাচন করা হয়। সেই কারণে, দলের বাইরে থাকলেও মন খারাপ করেন না কেউ। সূর্য বলেন, “আমাদের দলে অনেক বিকল্প। এত বিকল্প থাকা ভাল। যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। দল নির্বাচন করা কঠিন হয়ে পড়ছে। যারা খেলছে না তাদের বোঝাতে হয়। কিন্তু এখন সকলের একটাই লক্ষ্য। সেটা হল দলের জয়। তাই কেউ কিছু মনে করে না। সকলে জানে, যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা দলের কথা ভেবে। সকলেই বিষয়টা বোঝে।” সূর্য আরও জানিয়েছেন, যে কোনও দিন যে কোনও ক্রিকেটার সুযোগ পেতে পারেন তাঁদের দলে। সেই বার্তাই সকলকে দিয়ে রাখেন তিনি। সূর্য বলেন, “অধিনায়ক হিসাবে সকলের সঙ্গে আমার বন্ধুত্ব রাখি। যাতে সকলকে বোঝাতে পারি। কারণ, যে কোনও মুহূর্তে সুযোগ আসতে পারে। যেমন, এশিয়া কাপে রিঙ্কু ফাইনালে সুযোগ পেয়েছিল। ও-ই জয়সূচক রান করেছে। তাই সকলকে বলি তৈরি থাকতে। যে কোনও দিন সুযোগ আসতে পারে।”

নজরে বুমরাহ

এক দিনের সিরিজ়ে খেলেননি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দেখা যাবে বুমরাহকে। সূর্যের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরাহ দলের বড় শক্তি। তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে ও নিজেকে পারফরম্যান্সের শীর্ষে রেখেছে। ও জানে, কী ভাবে প্রস্তুতি নিতে হয়। আমাদের দলের ক্রিকেটারদের মধ্যে এই দেশে ও সবচেয়ে বেশি খেলেছে। তাই ও দলে থাকলে খুব সুবিধা হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরাহের লড়াইয়ের দিকে সকলের নজর থাকবে।”

বোলার শিবম

এশিয়া কাপের ফাইনালে নতুন বল হাতে নিয়েছিলেন শিবম। ভাল বল করেছিলেন তিনি। অস্ট্রেলিয়াতেও কি তাঁকে বল করতে দেখা যাবে? ধোঁয়াশা জিইয়ে রাখলেন সূর্য। তিনি বলেন, “শিবম বোলিংয়ে খুব পরিশ্রম করছে। তাই এশিয়া কাপের ফাইনালে ওকে বল দিয়েছিলাম। ওর সঙ্গে ৮-১০ বছর ধরে খেলছি। ও কী করতে পারে সেটা খুব ভাল ভাবে জানি। সুযোগ থাকলে এখানেও শিবম বল করবে।”

কতটা সুস্থ নীতীশ

চোটের কারণে শেষ এক দিনের ম্যাচ খেলতে পারেননি। তবে সূর্য জানিয়েছেন, এখন নীতীশ অনেকটাই সুস্থ। অনুশীলন করেছেন। নেটে ব্যাটও করেছেন। তবে তিনি বুধবার খেলবেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বললেন অধিনায়ক।

ক্যাচ ফস্কানোর রোগ

ক্যানবেরায় নামার আগে অনুশীলনে ক্যাচের দিকে বেশি নজর দিয়েছে ভারত। ফিল্ডিংয়ে আরও উন্নতি চান সূর্য। সে কথা শোনা গিয়েছে তাঁর মুখে। সূর্য বলেন, “খেলার মধ্যে ক্যাচ পড়ে। কিন্তু তার পরে কী করা হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এ দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। তা-ও সকলে ফিল্ডিং অনুশীলন করেছে। সকলকে বলে রেখেছি, ফিল্ডিং আরও ভাল করতে হবে। কারণ, ভাল ফিল্ডিং ম্যাচ জিতিয়ে দেয়। আমরা পরিশ্রম করছি। তবে তার মানে এই নয় যে, আর ক্যাচ পড়বে না। আমার কাছে পরিশ্রমটাই আসল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement