WTC Final 2023

স্লিপ ফিল্ডিং, সুইং খেলা নিয়ে মহড়া রোহিতদের

ইংল্যান্ডে খেলা মানে স্লিপ ক্যাচিং ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্লিপ ফিল্ডারদের হাতেই বেশির ভাগ ক্যাচ যাওয়ার সম্ভাবনা। সে ব্যাপারটা মাথায় রেখে চলছে ভারতের ফিল্ডিং অনুশীলনও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ০৮:০২
Share:

একাগ্র: ব্যাট হাতে নেমে পড়লেন রোহিত। ছবি: আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কী রকম চলছে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন? বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা সাসেক্সে নেমে পড়েছেন অনুশীলনে। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের অনুশীলনও চলছে পুরোদমে। এর মধ্যেই ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে কথা বললেন দলের তিন কোচ। যা এ দিন সমাজমাধ্যমে তুলে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের তুলে ধরা একটি ভিডিয়োয় রোহিতদের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, ‘‘আমাদের কাজটা হল, ছেলেদের লাল বলের ক্রিকেটের জন্য এখন তৈরি করে দেওয়া। আমরা সে দিকটার উপরেই নজর দিয়েছি।’’অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তির বিরুদ্ধে বড় পরীক্ষায় নামতে চলেছে ভারতীয় বোলিং। ইংল্যান্ডের মাটিতে কী অবস্থায় রয়েছেন ভারতীয় বোলাররা? ভিডিয়ো বার্তায় দলের বোলিং কোচ পরস মামব্রে বলেছেন, ‘‘আমাদের প্রস্তুতিটা ভালই চলছে। প্রথম দিকে আমরা ধীরে ধীরে গা ঘামানো শুরু করেছিলাম। কিন্তু শেষ দু’টো অনুশীলন পর্বে তীব্রতা বাড়িয়েছি। বোলারদের অনুশীলনের মাত্রাটাও বাড়ানো হয়েছে। যাতে ওরা পাঁচ দিনের টেস্ট ম্যাচের ধকল নিতে পারে। তবে ওদের পরিশ্রমের মাত্রার উপরেও নজর রাখা হয়েছে।’’

যে পরিবেশ এবং পরিস্থিতিতে ভারতীয় দলের অনুশীলন চলছে, তাতে খুশি মামব্রে। তিনি বলেছেন, ‘‘খুব সুন্দর পরিবেশে আমাদের অনুশীলন চলছে। আবহাওয়াও বেশ ভাল। সূর্য উঠছে, হাওয়া দিচ্ছে। একটু ঠান্ডা ভাব আছে। ইংল্যান্ডে যেমন হয় আর কী।’’

ইংল্যান্ডে খেলা মানে স্লিপ ক্যাচিং ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্লিপ ফিল্ডারদের হাতেই বেশির ভাগ ক্যাচ যাওয়ার সম্ভাবনা। সে ব্যাপারটা মাথায় রেখে চলছে ভারতের ফিল্ডিং অনুশীলনও। ‘ফিটনেস ড্রিল’ নিয়ে বেশি ভাবছেন না ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ। কারণ, আইপিএল খেলে আসা ক্রিকেটারদের সেই অনুশীলন করাই আছে।

ফিল্ডিং কোচের কথায়, ‘‘ক্রিকেটাররা আইপিএল খেলে আসছে। সেখানে কিছু ব্যাপারের উপরে জোর দেওয়া হয়েছিল। আমাদের এখন কয়েকটা ব্যাপারের উপরে নজর দিতে হচ্ছে। যেমন, পরিশ্রমের মাত্রা। কতটা ওরা দৌড়েছে, ওদের শারীরিক অবস্থার উপরে কী রকম নজর দেওয়া হয়েছে, সে সব আমরা খতিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন