ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২-০ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার রাতে দ্বিতীয় ম্যাচে ২৪ রানে জিতল হরমনপ্রীত কৌরের দল। আর তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে একটিতে জিতলেই সিরিজ় ভারতের। দ্বিতীয় ম্যাচে নজির গড়লেন বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ। রেকর্ড করেছেন স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মাও।
এ দিন রিচা ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১৪০-এর উপর স্ট্রাইক রেট রেখে ১০০০ রান করলেন তিনি। এখন রিচার ১০২৯ রান রয়েছে। স্ট্রাইক রেট ১৪৩.১১। দ্বিতীয় স্থানে লুসি বার্নেট। তাঁর স্ট্রাইক রেট ১৩৯.৬৯। এত দিন এই রেকর্ড বার্নেটেরই ছিল।
পাশাপাশি, দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০০ রান হল রিচার। বার্নেট ৭০০ বলে ১০০০ রান করেছিলেন। রিচা নিয়েছেন ৭০২টি। চতুর্থ স্থানে থাকা ভারতের শেফালি ৭৩৫ বল নিয়েছিলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের জুটি রয়েছে স্মৃতি-শেফালির। আগের দিনই তাঁরা বেথ মুনি এবং অ্যালিসা হিলির নজির ভেঙেছিলেন। মঙ্গলবার আরও একটি নজির ভেঙেছেন স্মৃতি-শেফালি। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান এখন তাঁদেরই। ৭৯ ইনিংসে করেছেন ২৭২৭ রান। ভেঙে গিয়েছে হিলি-মুনি জুটির রেকর্ড। তাঁরা ৮৪ ইনিংসে ২৭২০ রান করেছিলেন।
আগে ব্যাট করতে নেমে ১৮১/৪ তোলে ভারত। ওপেনিং জুটি ব্যর্থ হলেও ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন জেমাইমা রদ্রিগেস (৪১ বলে ৬৩) এবং আমনজ্যোত কৌর (৪০ বলে অপরাজিত ৬৩)। শেষের দিকে এসে চালিয়ে খেলেন রিচা। জবাবে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (৫৪) এবং অ্যামি জোন্স (৩২) বাদে কেউ দাঁড়াতে পারেননি। শেষ দিকে সোফি একলেস্টোনের ৩৫ রানও কাজে লাগেনি। ১৫৭/৭ স্কোরে থেমে যায় ইংল্যান্ড।