Smriti Mandhana's World Record

বিশ্বরেকর্ড মন্ধানার! বিশ্বকাপে ব্যাটে খরা চললেও নজির ভারতীয় ব্যাটারের

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রান পাচ্ছেন না স্মৃতি মন্ধানা। তার পরেও বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় ব্যাটার। কী নজির গড়়েছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২২:০১
Share:

স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।

রেকর্ড বইয়ে নাম লেখালেন স্মৃতি মন্ধানা। চলতি এক দিনের বিশ্বকাপে ব্যাট হাতে বড় রান করতে পারেননি তিনি। তার পরেও বিশ্বরেকর্ড করেছেন তিনি। ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভারতের বাঁহাতি ওপেনার।

Advertisement

মহিলাদের এক দিনের ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান করেছেন মন্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রান করেছেন তিনি। সেই ইনিংসের পর চলতি ক্যালেন্ডার বছরে তাঁর রান ১৭ ম্যাচে ৯৮২। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে ১৬ ম্যাচে ৯৭০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙেছেন মন্ধানা।

এই তালিকায় প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। ন’নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। ২০১৭ সালে ২০ ম্যাচে ৭৮৭ রান করেছিলেন তিনি। সে বছর সেটাই ছিল সর্বাধিক রান। ২০১৭ সালেই মিতালি রাজ ১৯ ম্যাচে ৭৮৩ রান করেছিলেন। তিনি রয়েছেন ১০ নম্বরে।

Advertisement

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে এখনও অন্তত চারটি ম্যাচ খেলবেন মন্ধানা। ভারত যদি সেমিফাইনাল ও ফাইনাল খেলে তা হলে ম্যাচের সংখ্যা বাড়বে। অর্থাৎ, সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ রান করলেই প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে এক দিনের ক্রিকেটে ১০০০ রানের রেকর্ড হবে মন্ধানার।

তবে বিশ্বকাপে মন্ধানা যে ফর্মে রয়েছেন তা চিন্তা বাড়াচ্ছে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ২৩ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ২৩ রান করেছেন মন্ধানা। তিনি খারাপ ফর্মে থাকায় বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩০০ রান পার করতে পারেনি ভারত। আগের দুই ম্যাচে বোলারদের দাপটে জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বোলারেরা দাপট দেখাচ্ছেন। তাই বিশ্বরেকর্ড করলেও দ্রুত বড় রানে ফিরতে চাইবেন মন্ধানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement