রোহিত শর্মা। ছবি: পিটিআই।
বুধবার দ্বিতীয় এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে ভারত। তার পরে রাখঢাক না করে হারের দায় রোহিত শর্মা এবং নীতীশ রেড্ডির ঘাড়ে চাপিয়ে দিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাঁর দাবি, রোহিত যথেষ্ট পরিমাণে ক্রিকেট খেলছেন না বলেই সফল হচ্ছেন না। এ-ও বলেছেন, নীতীশ যথেষ্ট পরিশ্রম করছেন না এবং সুযোগ কাজে লাগাচ্ছেন না।
প্রথম ম্যাচে ২৬ রান করার দ্বিতীয় ম্যাচে ২৪ করেন রোহিত। দুই ম্যাচেই বড় রান পাননি। দুশখাতের মতে, কম পরিমাণে ক্রিকেট খেলার জন্যই এমনটা হচ্ছে। তাঁর কথায়, “আজ দুটো ইনিংসেই শুরুর দিকের পিচ নতুন বলের জন্য আদর্শ ছিল। ব্যাট করা সহজ ছিল না। প্রথম এক দিনের ম্যাচে দেখেছিলাম, রোহিত আগে যতটা স্বচ্ছন্দ ছিল, এখন ততটা নেই। তাই রান করা কঠিন হতে চলেছে ওর কাছে। কারণ সিরিজ়ের মাঝে যথেষ্ট ক্রিকেট খেলে না।”
বোর্ডের ফতোয়া মেনে ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারেতে দু’টি ম্যাচ খেলেছিলেন রোহিত। দু’টি ফরম্যাট থেকে অবসর নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন নিজের ফিটনেস নিয়ে। তাঁকে নিয়ে সহকারী কোচ এমন কথা বলায় অনেকেই বিস্মিত। যেমন একই রকম অবাক নীতীশকে নিয়ে মন্তব্যেও। যদি নীতীশ সুযোগ কাজে না-ই লাগাতে পারেন, তা হলে দলে তাঁকে কেন নেওয়া হচ্ছে সেই প্রশ্ন উঠেছে। অলরাউন্ডার হিসাবে খেলিয়েও তাঁকে ২ ওভারের বেশি বল দেওয়া যাচ্ছে না!
দুশখাতে বলেছেন, “নীতীশের উন্নতি করা এবং ম্যাচ খেলার সময় দেওয়া নিয়ে আমরা প্রায়ই কথা বলি। কিন্তু ম্যাচে খেলানো হলেও ও সে ভাবে পরিশ্রম করতে পারে না। দলে জায়গা তৈরি করার চেষ্টা যে করছে, তাঁকে আরও বেশি সুযোগ কাজে লাগাতে হবে। আজ ব্যাট হাতে নিখুঁত সুযোগ ছিল নীতীশের কাছে। যে পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিল, অনায়াসে ১৫ ওভার খেলতে পারত। ধারাবাহিক ভাবে খেলতে চাইলে এই সুযোগগুলো তো কাজে লাগাতেই হবে।”
দুই ক্রিকেটারের সমালোচনা করলেও, ব্যর্থ হওয়া আর এক ক্রিকেটার রবীন্দ্র জাডেজার পাশে দাঁড়িয়েছেন দুশখাতে। ইদানীং একেবারেই উইকেটের মধ্যে নেই জাডেজা। তাঁকে অনায়াসে খেলে দিচ্ছেন ব্যাটারেরা। সেই জাডেজাকে নিয়ে দুশখাতে বলেছেন, “মনে হয় না ও বিশেষ চিন্তিত। আসলে ওর পরিসংখ্যান দুর্দান্ত। হয়তো সে ভাবে এখন উইকেট পাচ্ছে না। তাতে চিন্তার কিছু নেই। আমরা ওকে বলের গতি নিয়ে আরও পরিশ্রম করতে বলেছিলাম। আগের চেয়ে ভাল বল করছে। আশা করি, উইকেটও পেতে শুরু করবে।”
বুধবার আরও একজন স্পিনার না খেলানোর সিদ্ধান্তে আক্ষেপ করেছেন দুশখাতে। বলেছেন, “অতীতে যে ভাবে খেলেছি, তাতে আরও একজন স্পিনার থাকলে ভাল হত। হঠাৎ করে আয়ুষকে (বাদোনি) নামিয়ে দিতে চাইনি। ভেবেছিলাম এই পিচে নীতীশ সাফল্য পাবে। তবে নিউ জ়িল্যান্ডের বোলিংয়ের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি, এই পিচে আর একটা স্পিনার থাকলে ভালই হত।”