শুভমন গিল। ছবি: আইসিসি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। শুভমন গিলদের চাপ আরও বৃদ্ধি করেছে এক ব্যাটারের চোট। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে না-ও পাওয়া যেতে পারে টপ অর্ডার ব্যাটারকে। তাঁর চোট কতটা গুরুতর, সে ব্যাপারে কিছু জানানো হয়নি ভারতীয় শিবির থেকে।
আইপিএলের ভাল পারফরম্যান্সের সুবাদে প্রথম বার টেস্ট দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। হেডিংলেতে তাঁর টেস্ট অভিষেকও হয়েছে। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেছেন। তবে চোটের জন্য এজবাস্টনের দ্বিতীয় টেস্টে সুদর্শন অনিশ্চিত। নিজেদের প্রতিবেদনে এমনই জানিয়েছে ‘রেভ স্পোর্টস’।
মঙ্গলবার হেডিংলে টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন সুদর্শন। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতীশ কুমার রেড্ডি। চোট পাওয়ার পর সে দিন আর মাঠে নামতে পারেননি সুদর্শন। রেভ স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সুদর্শন সম্পূর্ণ ফিট নন। দ্বিতীয় টেস্টে অনিশ্চিত।
দ্বিতীয় টেস্টে সুদর্শন খেলতে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় শিবিরের। প্রথম টেস্টে সুদর্শন তিন নম্বরে ব্যাট করেছেন। তিনি এজবাস্টনে খেলতে না পারলে তাঁর জায়গায় ব্যাট করতে পারেন করুণ নায়ার। হেডিংলেতে তিনি খেলেছেন ছ’নম্বরে। সে ক্ষেত্রে প্রথম একাদশে ঢুকতে পারেন নীতীশ। আবার সুদর্শনের তিন নম্বর জায়গায় খেলতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। ব্যাটার হিসাবে অনেক অভিজ্ঞ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য থাকলেও এখনও টেস্ট অভিষেক হয়নি বাংলার প্রাক্তন অধিনায়কের।
চেতেশ্বর পুজারার পর ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা বেশ কিছু দিন ছিল শুভমনের দখলে। তাই সুদর্শন না খেলতে পারলে পুরনো জায়গায় ফিরতে পারেন ভারতীয় দলের অধিনায়কও। তা হলে চার নম্বর জায়গায় অন্য কেউ খেলবেন।
সুদর্শনের চোট নিয়ে ভারতীয় শিবিরের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। হাতে কয়েক দিন সময় রয়েছে। এর মধ্যে চোট সারিয়ে সুদর্শনের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনাও তাই থাকছে।