মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
ভারতীয় দলে খেলার সময় ফিনিশারের পাশাপাশি উইকেটের পিছনেও বড় ভূমিকা ছিল মহেন্দ্র সিংহ ধোনির। বিশেষ করে তাঁর বিদ্যুৎগতিতে স্টাম্পিং নিয়ে এখনও আলোচনা হয়। আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৬৩৪ ক্যাচ ধরেছেন ধোনি। ১৯৫ স্টাম্পিংও করেছেন তিনি। অথচ সেই ধোনিই নাকি একটা সময় কিপিং অনুশীলন করতে না। এমনটাই জানিয়েছেন তৎকালীন ফিল্ডিং কোচ আর শ্রীধর।
ধোনিকে ক্রিকেটার হিসাবে কাছ থেকে দেখেছেন শ্রীধর। ‘ক্রিকেট.কম’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর খেলার পর ধোনি আর কিপিং অনুশীলন করত না। তখন ও তিনটে ফরম্যাটেই খেলত। তাই শরীরের উপর ধকল যেত। আঙুলের উপরেও চাপ পড়ত। তাই কিপিং অনুশীলন না করে কিছু ফিল্ডিং ড্রিল করত ধোনি। তাতেই ওর কিপিং অনুশীলন হয়ে যেত।”
অবশ্য জাতীয় দলে জায়গা পাওয়ার আগে কিপিং নিয়ে ধোনি অনেক পরিশ্রম করতেন বলে জানিয়েছেন শ্রীধর। তিনি বলেন, “ভারতীয় দলে জায়গা পাওয়ার আগে ও কিপিং নিয়ে প্রচুর খাটত। জাতীয় দলে শুরুর কয়েক বছরও ধোনি আলাদা করে কিপিংয়ের দিকে নজর দিত। ওর কিপিংয়ের ধরন বাকিদের থেকে আলাদা ছিল। টেকনিক অন্য থাকলেও ধোনি সাফল্য পেত। বিশেষ করে ওর মতো স্টাম্প করতে আমি কাউকে দেখিনি।”
ভারতীয় দলে খেলার সময় ধোনির ফিটনেসের প্রশংসা করতেন সকলে। খেলা ছাড়ার পরেও সেই ফিটনেস ধরে রেখেছেন তিনি। আইপিএলে তা দেখা যায়। ৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন ধোনি। এখনও ২০ ওভার কিপিং করেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় ব্যাটিং অর্ডারে অবশ্য নীচে নামেন তিনি। ধোনি কবে আইপিএল থেকে অবসর নেবেন সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। আগামী বছরও হলুদ জার্সিতে তাঁকে মাঠে দেখার সম্ভাবনা প্রবল।