PCB Chief on India Vs Pakistan Series

‘আর ভিক্ষা করব না!’ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে কেন এমন বললেন পাক বোর্ডের প্রধান

আগামী মাসে এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৮:৫৯
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

আরও এক বড় প্রতিযোগিতায় মুখোমুখি ভারত-পাকিস্তান। আগামী মাসে এশিয়া কাপে খেলবে দুই দল। তার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে আর ভিক্ষা করবেন না তাঁরা।

Advertisement

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। এত বছরে পাকিস্তান বার বার খেলার অনুরোধ করলেও ভারত এক বারও রাজি হয়নি। ভবিষ্যতে কি তার কোনও সম্ভাবনা রয়েছে? পাক বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা আর আগ বাড়িয়ে অনুরোধ করবেন না।

জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর নকভি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তাঁর সংস্থাই এশিয়া কাপের দায়িত্বে। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে লাহৌরে এক সাংবাদিক বৈঠকে নকভি বলেন, “একটা কথা পরিষ্কার করতে চাই, এর পর যা আলোচনা হবে তা দু’পক্ষের ইচ্ছাতেই হবে। আমরা আর ভিক্ষা করব না। সেই সময় চলে দিয়েছে। যা হবে সমানে সমানে হবে।”

Advertisement

কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। কারণ, সেখানে আরও দল থাকে। তার দায়িত্ব আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। ভারতে যদি কোনও বড় প্রতিযোগিতা হয় সেখানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু দু’দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হবে না।

২০০৮ সালের পর পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তান অবশ্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে। ২০২৫ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। তখনই আইসিসি জানিয়েছিল, আপাতত ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। সেই মতো চলতি বছর এশিয়া কাপের আয়োজক ভারত হলেও প্রতিযোগিতা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। চলতি বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপ ও আগামী বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতে। দুটো প্রতিযোগিতাতেই পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement