Tilak Varma

ইংল্যান্ডের মাটিতে আর এক ভারতীয়ের শতরান, অভিষেক ম্যাচেই নজর কাড়লেন তিলক

এ বারই প্রথম ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন তিলক বর্মা। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম ম্যাচেই এসেক্সের বিরুদ্ধে শতরান করলেন ভারতের তরুণ ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৮:৩০
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক ম্যাচেই শতরান করলেন তিলক বর্মা। এ বারই প্রথম ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন তিলক। এসেক্সের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিন ৯৮ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন শতরান পূর্ণ করেছেন তরুণ ব্যাটার।

Advertisement

তিলক নেমেছিলেন চাপের মুখে। চার নম্বরে ব্যাট করতে নামার সময় হ্যাম্পশায়ারের রান ছিল ২ উইকেটে ৩৪। জুটি বাঁধেন ওপেনার স্কট মিডলটনের সঙ্গে। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৬২ রান। ব্যক্তিগত ৬১ রানে মিডলটন আউট হয়ে গেলেও ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন তিলক। সোমবার খেলার শেষে তিনি অপরাজিত ছিলেন ৯৮ রানে। মঙ্গলবার শতরান পূর্ণ করেন তিলক। তবে ১০০ রান করেই আউট হয়ে গিয়েছেন তিনি। সিমন হার্মারের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২৪১ বলের ইনিংসে ১১টি চার এবং ৩টি ছয় মেরেছেন তিলক।

ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্ট অভিষেক হয়নি তিলকের। ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি গিয়েছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল পারফর্ম করার সুবাদেই তাঁর সঙ্গে চুক্তি করেছিলেন হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ। প্রথম ম্যাচেই তাঁদের মুখে হাসি ফোটালেন ২২ বছরের ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement