ঈশান কিশন। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন ঈশান কিশন। ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে চুক্তি করেছে নটিংহ্যামশায়ার। ঈশানের সঙ্গে দু’টি ম্যাচের জন্য চুক্তির কথা জানিয়েছেন নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সূচির জন্য নটিংহ্যামশায়ার পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটার কাইল ভেরেইনকে। তিনি জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে চলে যাবেন। তাঁর পরিবর্ত হিসাবে ঈশানকে চুক্তিবদ্ধ করেছেন নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষ। ইয়র্কশায়ার এবং সমারসেটের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবেন ২৬ বছরের ক্রিকেটার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়ে খুশি ঈশান। নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘ভীষণ উত্তেজিত লাগছে। প্রথম বার কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছি। ইংল্যান্ডের মাটিতে নিজের প্রতিভা মেলে ধরার দারুণ সুযোগ।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি যাতে নিজের সেরা খেলাটা খেলতে পারি, সেটা নিশ্চিত করাই এখন আমার লক্ষ্য। ইংল্যান্ডের আবহাওয়ায় খেললে নতুন অনেক কিছু শিখতে পারব। দক্ষতা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাব। ক্রিকেটের বিখ্যাত মাঠগুলোর অন্যতম ট্রেন্ট ব্রিজ। সেই মাঠে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’
ঈশানকে পেয়ে সন্তুষ্ট নটিংহ্যামশায়ারের কোচ পিটার মুরসও। তিনি বলেছেন, ‘‘কাইলকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য চলে যেতে হচ্ছে। ওর পরিবর্তে চ্যাম্পিয়নশিপের পরের দুটো ম্যাচে আমরা ঈশানকে পাব। খুব ভাল খবর এটা। আমরা চাই ক্রিকেটারেরা স্বাধীন ভাবে খেলুক। যে ভাবে খেলতে তারা স্বচ্ছন্দ, সে ভাবেই খেলুক। কাউন্টি ক্রিকেট সম্পর্কে ঈশানের আগ্রহ দেখে আমিও উৎসাহিত হয়ে পড়েছিলাম। ওকে দলে পেয়ে খুব ভাল লাগছে।’’
নটিংহ্যামশায়ার কোচ চান, কাউন্টি ক্রিকেটেও নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং করুন ঈশান। যাতে প্রতিপক্ষ দল চাপে পড়ে যায়।