India wins ICC Women's ODI World Cup 2025

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন হরমনপ্রীতেরা, ‘তোমাদের জন্য গর্বিত’, বললেন দ্রৌপদী মুর্মু

বুধবার দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে এলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা। কী লিখলেন রাষ্ট্রপতি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ২১:১৬
Share:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (ডান দিকে) সঙ্গে বিশ্বকাপ হাতে হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।

বুধবার দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে এলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা। বিশ্বকাপ হাতে নিয়ে জয়ী দলের সঙ্গে ছবি তুলেছেন রাষ্ট্রপতি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গোটা দলকে।

Advertisement

পরে সমাজমাধ্যমে দ্রৌপদী মুর্মু লেখেন, “মহিলাদের বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। প্রথম বার ট্রফি জিতে ওরা ইতিহাস সৃষ্টি করেছে। আগে থেকেই ভাল খেলছি। আজ ওর নিজেদের প্রতিভা এবং পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে। এই কালজয়ী মুহূর্ত ভারতের মহিলাদের ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাবে। যে ভাবে গোটা দেশকে গর্বিত করেছে তার জন্য মেয়েদের সমীহ করি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের মুহূর্ত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে। সেখানে মোদী হরমনপ্রীতকে প্রশ্ন করেন, বিশ্বকাপ ফাইনালের শেষ ক্যাচ ধরে কেন বলটি পকেটে পুরে নিয়েছিলেন তিনি। জবাবে হরমনপ্রীত বলেন, “জানতাম না যে, বল আমার কাছে আসবে। এটাও হয়তো ঈশ্বরের পরিকল্পনা ছিল। তখন মনে হয়েছিল, এত দিনের পরিশ্রম সার্থক হল। সেই কারণেই বলটা নিয়ে নিয়েছিলাম। এই বলটা সারা জীবন আমার কাছে থাকবে।” হরমন আরও বলেন, “২০১৭ সালে বিশ্বকাপ শেষে আপনার সঙ্গে দেখা করেছিলাম। তখন ট্রফি আনতে পারিনি। আজ পারলাম। আশা করব ভবিষ্যতেও আপনার সঙ্গে এ রকম ছবি তুলতে পারব।”

Advertisement

ইংল্যান্ডে খেলতে গিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু তার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে অনেক এগিয়ে রাখছেন অমল মুজুমদার। ভারতের কোচ বলেন, “জুন মাসে ইংল্যান্ডে খেলতে গিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু ওখানে নিয়ম ছিল, ২০ জনের বেশি নিয়ে যাওয়া যাবে না। তাই সাপোর্ট স্টাফদের নিয়ে যেতে পারিনি। ওদের সে কথা বলেছিলাম। ওরা বলেছিল, এই ছবিটা আমাদের দরকার নেই। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার পর মোদীজির সঙ্গে ছবি তুলতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement