IPL 2025

একই ম্যাচে দু’বার অর্ধশতরান, আইপিএলের আগে ছন্দে জাতীয় দলের ‘অবাধ্য’ ক্রিকেটার

শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল এবং বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে আসন্ন আইপিএলের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ঈশান কিশন। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার প্রস্তুতি ম্যাচে জোড়া অর্ধশতরান করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৮:৩৯
Share:

ঈশান কিশন। ছবি: সমাজমাধ্যম।

শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল এবং বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে আসন্ন আইপিএলের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ঈশান কিশন। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার প্রস্তুতি ম্যাচে জোড়া অর্ধশতরান করেছেন। যে আগ্রাসী ভঙ্গিতে দু’টি ইনিংস খেলেছেন তা নজর কেড়ে নিয়েছে।

Advertisement

হায়দরাবাদকে দলকে দু’টি ভাগে ভাগ করে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতের টি-টোয়েন্টি দলের ক্রিকেটার অভিষেক শর্মাকে নিয়ে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ২৩ বলে ৬৪ রান করেন ঈশান। পাওয়ার প্লে-তে বিপক্ষ বোলারদের বল পরের পর মাঠের বাইরে পাঠাতে থাকেন। অভিষেক ৮ বলে ২৮ করে আউট হলেও ঈশান থামেননি। তিনি অষ্টম ওভারে আউট হন।

দ্বিতীয় ইনিংসে ঈশানেরা নেমেছিলেন ২৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে। আবার তাঁর ব্যাট থেকে ঝড় দেখা যায়। এ বার থামেন ৩০ বলে ৭৩ রান করে।

Advertisement

আইপিএলে আগের কয়েকটি বছরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন ঈশান। এক বার ১৫ কোটি টাকা দামও পেয়েছিলেন। তাঁকে অবশ্য ছেড়ে দেয় মুম্বই। মহানিলামে মুম্বইয়ের সঙ্গে লড়াই করেই ১১.২৫ কোটি টাকায় ঈশানকে তুলে নেয় হায়দরাবাদ।

আইপিএলে তিন নম্বরে নামতে পারেন ঈশান। অভিষেকের সঙ্গে ওপেন করবেন ট্রেভিস হেডই। গত বার তাঁদের ওপেনিং জুটি হায়দরাবাদকে অনেক ম্যাচে জিততে সাহায্য করেছে। সেই জুটি ভাঙা হবে না। তাই মুম্বইয়ের হয়ে ওপেন করলেও নতুন দলে ঈশানকে নামতে হবে তিনে।

২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেও ঈশানকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে ছেঁটে ফেলা হয়। তাঁর কাজকর্ম নিয়েও প্রশ্ন ওঠে। ঘরোয়া ক্রিকেটে বার বার ফিরতে বলা হলেও বিভিন্ন কারণে টালবাহানা করেছেন। অনেক পরে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আইপিএল তাঁর কাছে জাতীয় দলে ফেরার মঞ্চ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement