WTC 2023-25 Final

ভারত নেই, থাকবেন দুই ভারতীয়, টেস্ট বিশ্বকাপ ফাইনালে কাকে কোন দায়িত্বে দেখা যাবে?

গত দু’বার টেস্ট বিশ্বকাপের অন্যতম দল ছিল ভারত। কোনও বারই শেষ হাসি হাসতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এ বার ভারতীয় দল ফাইনালের যোগ্যতাই অর্জন করতে পারেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২০:২৬
Share:

টেস্ট বিশ্বকাপ ফাইনালের মেস। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এ বার লড়াই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার। প্রথম দু’বার ভারত ফাইনালের যোগ্যতা অর্জন করলেও এ বার পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা। মাঠে ভারতীয় দল না থাকলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশেষ দায়িত্ব সামলাবেন দুই ভারতীয়।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টেস্ট বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করল শুক্রবার। সেই তালিকায় জায়গা পেয়েছেন দুই ভারতীয়। গত দু’বার ভারত ফাইনালের অন্যতম দল হওয়ায় ভারতীয় ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব পাওয়ার সুযোগ ছিল না। এ বার সুযোগ এসেছে তাঁদের সামনে।

আইসিসি যে পাঁচ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছেন দুই ভারতীয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জাভাগল শ্রীনাথ। মাঠে দুই আম্পায়ার হিসাবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিউ জ়িল্যান্ডের ক্রিস গাফানি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। টেস্ট বিশ্বকাপের চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ভারতের নীতিন মেনন। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট বিশ্বকাপ ফাইনাল।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষ ম্যাচ রেফারি হিসাবে পরিচিত শ্রীনাথ। ভারতের প্রাক্তন জোরে বোলার এখনও পর্যন্ত ৭৯টি টেস্ট, ২৭৫টি এক দিনের ম্যাচ এবং ১৩৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্ব সামলেছেন। অন্য দিকে মেনন ৪০টি টেস্ট, ৭৫টি এক দিনের ম্যাচ এবং ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement