Pakistan Super League

ভারত-পাক সংঘাতের জেরে সঙ্কটে পাকিস্তান ক্রিকেট লিগ, জারি হতে পারে বিদেশি ছাড়াই দল নামানোর ফতোয়া

আইপিএলের সঙ্গে একই দিনে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। তবে সেই লিগে বিদেশি ক্রিকেটারদের ক’জনকে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিউ জ়‌িল্যান্ডের কেন উইলিয়ামসন পাকিস্তানে ফিরতে চাইছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৫:৪৩
Share:

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আইপিএলের সঙ্গে একই দিনে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে সেই লিগে বিদেশি ক্রিকেটারদের ক’জনকে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিউ জ়‌িল্যান্ডের কেন উইলিয়ামসন পাকিস্তানে ফিরতে চাইছেন না। তাঁর মতে, এখনও নিরাপত্তার অভাব রয়েছে পাকিস্তানে।

Advertisement

পিএসএলের দশম সংস্করণে মোট ৩৭ জন বিদেশি খেলছিলেন। তাঁদের বেশির ভাগকেই পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। নিউ জ়‌িল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটারই পাকিস্তানে ফিরতে নারাজ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যেও দোলাচল রয়েছে। তবে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি করাচি কিংসের হয়ে খেলার জন্য পাকিস্তানে ফিরবেন।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে পিএসএল। পাকিস্তান বোর্ড জানিয়েছে, যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই লিগ শুরু হবে। গ্রুপের চারটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। প্লে-অফ এবং ফাইনাল হবে লাহৌরে।

Advertisement

বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে ধোঁয়াশা থাকায় বিশেষ ব্যবস্থা নিতে পারে পিসিবি। শোনা যাচ্ছে, একটি ‘মিনি রিপ্লেসমেন্ট ড্রাফ্ট’ আয়োজন করা হবে। সেখান থেকে ক্রিকেটার খোঁজা হবে। যদি তাতেও কাজ না হয় তা হলে পিএসএলের তরফে নিয়ম করা হতে পারে, বিদেশিহীন দল নামানোর।

এর ঠিক উল্টো অবস্থা ভারতে। আইপিএলে খেলার জন্য বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই ভারতে ফিরতে রাজি হয়েছেন। তবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলায় তাদের সব খেলোয়াড়কে হয়তো শেষ পর্যন্ত পাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement