কোহলির ভিডিয়োকে দায়ী করল কর্নাটক সরকার। ছবি: পিটিআই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি জয়ের অনুষ্ঠানে শামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনার নেপথ্যে বিরাট কোহলির একটি ভিডিয়োকেই দায়ী করল কর্নাটক সরকার। হাই কোর্টে তাদের যুক্তি, কোহলির ওই ভিডিয়োর কারণে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। পাশাপাশি, পুলিশ আধিকারিকেরা আরসিবি-র ভৃত্যের মতো কাজ করেছেন বলে যুক্তি দিয়েছে তারা।
হাই কোর্টে জমা দেওয়া রিপোর্টে পদপিষ্টকাণ্ডের নেপথ্যে একাধিক যুক্তি দিয়েছে সরকার। তার মধ্যে রয়েছে কোহলির ভিডিয়োর কথাও, যেখানে তিনি সমর্থকদের উচ্ছ্বাসে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি, প্রতিযোগিতার আয়োজক ডিএনএ এন্টারটেনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং আরসিবি-র মধ্যে যোগাযোগের অভাবকে দায়ী করা হয়েছে। সরকারের আরও অভিযোগ, স্টেডিয়ামে ঢোকার গেট খোলা হয়েছিল দেরি করে, যে কারণে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
ওই ঘটনার পর আইপিএস বিকাশ কুমারকে নিলম্বিত করেছিল কর্নাটক সরকার। তা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)। তার বিরোধিতা করেছে কর্নাটক সরকার। অ্যাডভোকেট জেনারেল পিএস রাজাগোপালের যুক্তি, পুলিশ সে দিন আরসিবি-র ভৃত্যের মতো আচরণ করেছিল। কে অনুমতি দিয়েছে তা না জেনেই নিরাপত্তার বন্দোবস্ত করা শুরু হয়েছিল। এই কাজে জড়িত ছিলেন কমিশনারও।
রাজাগোপালের যুক্তি, সরকার যে অনুমতি তখনও দেয়নি, এটা ভুলেই গিয়েছিলেন পুলিশ আধিকারিকেরা। পুলিশের গাফিলতির কথা তুলে ধরা হয়েছে সরকারের যুক্তিতে। অ্যাডভোকেট জেনারেলের দাবি, মানুষকে সচেতন করার ন্যূনতম প্রয়াসটুকুও দেখানো হয়নি।