Kolkata Knight Riders

নতুন কোচের নাম ঘোষণা করে দিল কেকেআর, রিঙ্কু সিংহদের দায়িত্ব কার উপর ছাড়লেন শাহরুখ?

গত বছর আইপিএলে চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল কেকেআর কর্তৃপক্ষের। তিনি যে আর দায়িত্বে থাকবেন না, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কেকেআরের নতুন প্রধান কোচ হিসাবে একাধিক নাম শোনা যাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৬:৫০
Share:

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র

নতুন কোচের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কেকেআরের প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন।

Advertisement

অভিষেকের কোচ হওয়ার খবর জানিয়ে বেঙ্কি লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও সহায্য করে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা শিহরিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’

চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে গত বার। তার পর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান-সহ বিভিন্ন নাম শোনা যাচ্ছিল। তবে ঝুঁকি না নিয়ে অভিষেকের হাতেই দলের দায়িত্ব তুলে দিলেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

কয়েক দিন আগে অভিষেককে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরসুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ নায়ার। এ ছাড়াও কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন ধরে। নাইটদের সাজঘরের কোনও কিছুই তাঁর অজানা নয়। ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কও ভাল। সম্ভবত সে কারণেই প্রধান কোচ হিসাবে তাঁকে বেছে নিয়েছেন বেঙ্কি মাইসোরেরা।

গত মরসুমে মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্জ়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। এ বার কেকেআরের দায়িত্ব পেয়ে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করবেন তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তাঁর হাত ধরেই উঠে এসেছেন রিঙ্কু সিংহ, হর্ষিত রানার মতো ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement