শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শুরু হতে বাকি তিন দিন। ২০ জুন থেকে শুরু হবে প্রথম ম্যাচ। তার আগে পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। ১৮ জনের দলে যুক্ত করা হতে পারে এক জোরে বোলারকে। কোচ গৌতম গম্ভীরের অনুরোধ মেনে ১৯ জনের দল থাকবে ইংল্যান্ডে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের বোলিং নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছেন গম্ভীর। পাঁচ টেস্টের সিরিজ়ের জন্য তিনি আর এক জন জোরে বোলার চেয়েছেন। ১৮ জনের ঘোষিত দল থেকে অবশ্য কাউকে বাদ দেওয়া হচ্ছে না। ১৯তম সদস্য হিসাবে পছন্দের ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছেন গম্ভীর। তিনি হলেন, কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা।
অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন হর্ষিত। তাঁকে আপাতত ইংল্যান্ডেই থেকে যেতে বলেছে বিসিসিআই। টেস্ট দলে না থাকা ভারত ‘এ’ দলের ক্রিকেটারেরা মঙ্গলবার দেশে ফিরে আসছেন। শুভমন গিলদের সঙ্গে একই হোটেলে থাকবেন।
দলের সঙ্গে রেখে দেওয়া হলেও সরকারি ভাবে তাঁকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কথা জানায়নি বিসিসিআই। আপাতত অতিরিক্ত সদস্য হিসাবে থাকছেন তিনি। গম্ভীর ইংল্যান্ডে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার পর সরকারি ভাবে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে হর্ষিতকে। ঠিক কী কারণে দলে ক্রিকেটারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, তা জানা যায়নি।
১৮ জনের দলে পাঁচ জন বিশেষজ্ঞ জোরে বোলার রয়েছেন। তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এ ছাড়াও নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার রয়েছেন। ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি বেসরকারি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন হর্ষিত। সেই ম্যাচে ৯৯ রান খরচ করে ১ উইকেট পান দিল্লির ক্রিকেটার। ব্যাট হাতে করেন ১৬ রান। আইপিএলেও কেকেআরের হয়ে নজরকাড়া কিছু করতে পারেননি। তবু হর্ষিতকে রেখে দেওয়ার সিদ্ধান্ত বিস্মিত করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশকে।
গত বর্ডার-গাওস্কর সিরিজ়ে টেস্ট অভিষেক হয় হর্ষিতের। পার্থ এবং অ্যাডিলেডে খেলার সুযোগ পান। ওই দু’ম্যাচে ৪ উইকেট নেন তিনি। তাঁর সেরা বোলিং ৪৮ রানে ৩ উইকেট। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮টি উইকেট রয়েছে হর্ষিতের।