Ajinkya Rahane on KKR Win Over CSK

তিন ‘গুপ্তচর’-এর সাহায্যে ধোনিদের হারিয়েছে কলকাতা, ফাঁস করে দিলেন রাহানে

চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই হারের নেপথ্যে তিন জনের নাম নিয়েছেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২৩:১০
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

দাপট দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে তারা। ১০৪ রান তাড়া করতে নেমে ১০.১ ওভারেই জিতে গিয়েছে কেকেআর। ৮ উইকেটে এই জয়ের নেপথ্যে তিন জনের নাম করেছেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিন জন গুপ্তচরের কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে অবশ্য তিনি নিজেও রয়েছেন।

Advertisement

ম্যাচ শেষে রাহানে বলেন, “আমি গত দু’বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি। মইনও (আলি) খেলেছে। ডোয়েন ব্র্যাভো দীর্ঘ দিন চেন্নাইয়ে খেলেছে। এখানকার উইকেট আমরা তিন জনই ভাল ভাবে চিনি। সেই জন্য পরিকল্পনা করতে সুবিধা হয়েছে। তবে কী পরিকল্পনা করেছিলাম তা এখনই বলব না। কারণ, সামনে আরও অনেক ম্যাচ খেলতে হবে।”

ম্যাচ শুরু হওয়ার আগে রাহানেরা ভেবেছিলেন, এই উইকেটে ১৭০ রান হবে। কিন্তু মাত্র ১০৩ রানে শেষ হয়ে গিয়েছে চেন্নাই। তার পুরো কৃতিত্ব স্পিনারদের দিয়েছেন রাহানে। তিনি বলেন, “স্পিনারেরা যে ভাবে বল করেছে তা এক কথায় অসাধারণ। মইনকে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণিত হয়েছে। সুনীল ও বরুণও দুর্দান্ত বল করেছে। আগের ম্যাচে সুনীল রান দিয়েছিল। কিন্তু এই ম্যাচে ও ফিরেছে। বৈভব ও হর্ষিতও ভাল বল করেছে। সব মিলিয়ে দলের বোলারদের নিয়ে আমি খুব খুশি।”

Advertisement

রান তাড়া করতে নেমে দ্রুত খেলা শেষ করেছে কেকেআর। ফলে নেট রানরেট বেড়েছে তাদের। এক লাফে ছ’নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন রাহানেরা। তবে রান তাড়া করতে নেমে তাঁদের শুরুতে নেট রানরেটের কথা মাথায় ছিল না বলেই জানিয়েছেন রাহানে। কেকেআরের অধিনায়ক বলেন, “আমরা শুরুতে শুধু জয়ের কথা ভাবছিলাম। কত তাড়াতাড়ি জিতব তা ভাবিনি। কিন্তু পাওয়ার প্লে-তে সুনীল ও ডি’কক দুর্দান্ত শুরু করেছে। পাওয়ার প্লে-র পরে আমাদের মনে হয়েছিল, এ বার দ্রুত খেলা শেষ করতে পারি। তা হলে নেট রানরেট ভাল হবে। সেটা হয়েছে।”

এই মরসুমে কেকেআর একটি করে ম্যাচ হেরেছে ও একটি করে জিতেছে। তবে সামনের ম্যাচে সেটা চান না রাহানে। এ বার তিনি শুধু জিততেই চান। রাহানে বলেন, “এ বারের প্রতিযোগিতায় আমরা খারাপ খেলিনি। দু’-একটা ভুল করেছি। তাই হেরেছি। সেখান থেকে শিক্ষা নিয়েছি। আগামী দিনে আর সেই ভুল করতে চাই না। ইতিবাচক মানসিকতা নিয়ে পরের ম্যাচে নামব।”

কেকেআরের পরের ম্যাচ ১৫ এপ্রিল, মঙ্গলবার। চণ্ডীগড়ের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে তারা। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আয়ার থাকবেন সামনে। এখন দেখার, সেই ম্যাচেও রাহানের মুখে হাসি ফোটে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement