Harshit Rana in IPL 2025

ক্যাচ ফেলা দুই সতীর্থের সঙ্গে কী করবেন? ম্যাচের মাঝেই জানিয়ে দিলেন কেকেআরের হর্ষিত

হর্ষিত রানার বলে ক্যাচ ফেলেছেন সুনীল নারাইন ও বেঙ্কটেশ আয়ার। ক্যাচ ফেলার জন্য দুই সতীর্থের সঙ্গে কী করবেন তা জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:৫৪
Share:

হর্ষিত রানা। —ফাইল চিত্র।

চার ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও উইকেট নিতে পারতেন কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা। তাঁর বলে বিজয় শঙ্করের জোড়া ক্যাচ ফেলেছেন সুনীল নারাইন ও বেঙ্কটেশ আয়ার। ক্যাচ ফেলার জন্য দুই সতীর্থের সঙ্গে কী করবেন তা জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার।

Advertisement

ম্যাচের মাঝে হর্ষিতকে প্রশ্ন করা হয়েছিল জোড়া ক্যাচ ফেলা নিয়ে। খেলার সময় সতীর্থদের কাণ্ডে বিরক্ত হয়েছিলেন তিনি। তাঁর মুখ দেখেই তা বোঝা গিয়েছিল। অবশ্য ইনিংসের পরে আর সে সব কথা মনে রাখেননি হর্ষিত। তিনি বলেন, “খেলায় এ সব হতেই পারে। আমি বেঙ্কি (বেঙ্কটেশ) ভাই আর সুনীল ভাইকে নৈশভোজে নিয়ে যেতে চাই।” হর্ষিতের কথা থেকে পরিষ্কার, সতীর্থদের উপর আর রেগে নেই তিনি।

চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছে কলকাতা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এক সময় ৭৫ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল। কেকেআরের পাঁচ বোলারই ভাল বল করেছেন। হর্ষিত জানিয়েছেন, তাঁরা দ্রুত পিচ বুঝে গিয়েছিলেন। সেই অনুযায়ী বল করেছেন।

Advertisement

হর্ষিত বলেন, “আমরা যে পরিকল্পনা করে নেমেছিলাম তা কাজে লাগিয়েছি। পিচ কেমন হতে পারে তা বুঝে গিয়েছিলাম। সেই অনুযায়ী বল করেছি। ব্যাটারের থেকে ৫-৬ মিটার দূরে বল রেখেছি। লেংথ বল খেলতে সমস্যা হয়েছে চেন্নাইয়ের ব্যাটারদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement